অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে সরাইলে অভিযান

রাসেল মিয়া প্রকাশিত: ৭ মার্চ , ২০২৪ ১৩:০৬ আপডেট: ৭ মার্চ , ২০২৪ ১৩:০৬ পিএম
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে সরাইলে অভিযান
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে অবৈধ ভাবে স্থাপিত গ্যাস পাইপলাইন অপসারণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে অবৈধ ভাবে স্থাপিত গ্যাস পাইপলাইন অপসারণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

সরাইল থানা পুলিশের সহায়তায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও পাইপলাইন অপসারণের জন্য  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।সরাইল উপজেলা সদরে হালুয়াপাড়া ও দক্ষিণ আড়িফাইল এলাকায় ৫৯ টি পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গৃহস্থালি সংযোগ হতে অবৈধভাবে  কাজে গ্যাস ব্যবহারের জন্য এক ব্যক্তি দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় আনুমানিক ১৫৫০ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।অবৈধ গ্যাস ব্যবহারকারীকে  দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন সুলতানা বলেন. নিয়মিত অভিযানের অংশ হিসেবে সরাইলে ওই এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরোও খবর

Logo