অভয়নগরে পানিবন্দি মানুষদের মানববন্ধন

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর , ২০২৪ ১৩:৩৮ আপডেট: ৩০ সেপ্টেম্বর , ২০২৪ ১৩:৩৮ পিএম
অভয়নগরে পানিবন্দি মানুষদের মানববন্ধন
জলাবদ্ধতা এলাকায় পানি নিষ্কাশন করে বসবাসের উপযোগী করে তোলা সহ বিভিন্ন দাবি করেন। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী বলেন এ উপজেলায় আমি সদ্য যোগদান করেছি এর মধ্যে ডিসি মহোদয় ভবদহ অঞ্চল পরিদর্শন করেছেন এবং ব্যবস্হা গ্রহন করবেন বলে জানান। এছাড়া আমডাংগা খালের কাজ চলমান রয়েছে।

ভবদহের সুইচ গেটের সাত পাম্প বন্ধ, পানি নিষ্কাশন কতৃপক্ষের উদাসীনতার প্রতিবাদে ও স্হায়ী জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে ভবদহ ও পানি্বন্দি এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর  রোববার বিকালে দেড় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন  যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার হাইস্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কর্মসূচির আহবায়ক গাজী ইকবাল কবীর সদস্য শীবপদ বিশ্বাস,  শিক্ষক রবীন পাড়ে, সেনাবাহিনীর সাবেক সদস্য মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সরদার শরীফ হোসেন, সমাজ সেবক মশিয়ার রহমান, পেডি অফিসার এম এ গফুর, ভবদহ পানি নিষ্কাশন কমিটির সদস্য চৈতান্য কুমার পাল,সাংবাদিক তাওহীদ ওসামা, রনজিত মল্লিক, সাধন বিশ্বাস, দেব দত্ত মল্লিক সহ আরো অনেকে।এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন।   বক্তরা বলেন স্হায়ী পানিবন্দি হয়ে মানুষের জীবন থমকে পড়েছে,সাপ আতংকে থাকতে হচ্ছে সবসময়, থাকা,খায়া,রান্না করা পশু খাদ্যের চরম কষ্ট,  পয়ঃনিষ্কাশনের চরম খারাপ অবস্থা হওয়ায় দ্রুত ভাবে ব্যবস্হা গ্রহন করতে হবে।

জলাবদ্ধতা এলাকায় পানি নিষ্কাশন করে বসবাসের উপযোগী করে তোলা সহ বিভিন্ন দাবি করেন। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী বলেন এ উপজেলায় আমি সদ্য যোগদান করেছি এর মধ্যে ডিসি মহোদয় ভবদহ অঞ্চল পরিদর্শন করেছেন এবং ব্যবস্হা গ্রহন করবেন বলে জানান। এছাড়া আমডাংগা খালের কাজ চলমান রয়েছে। 

এই বিভাগের আরোও খবর

Logo