হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রুদ্রগ্রাম-আইনগাও সড়কের বেহাল দশা। ভোগান্তিতে কয়েকটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ।
প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা সড়কের বড় বড় গর্তে পড়ে উল্টে যাচ্ছে অটোরিকশাসহ অসংখ্য যানবাহন। কিন্তু বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন যাতায়াত করছেন এইসব এলাকার মানুষ।
দেশের সব জায়গায় উন্নয়ন হলেও উন্নয়নের ছোয়া লাগেনি এই সড়কটির মাঝে। বেশ কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের হবিগঞ্জ অথবা নবীগঞ্জ শহরের সাথে যোগাযোগের একমাত্র প্রধান সড়ক নবীগঞ্জ রুদ্রগ্রাম-আইনগাও এ সড়কটি।এই সড়কটি নবীগঞ্জ থেকে রুদ্রগ্রাম হয়ে ঢাকা সিলেট মহাসড়কের আইনগাও নামক স্থানের সাথে যুক্ত রয়েছে।
এই সড়কে ছোট বড় গর্তের কারণে বড় ধরনের কোন যানবাহন এ সড়কে চলাচল করেনা। সিএনজি অথবা মিশুক অটোরিকশা এসব গাড়িই এইসব এলাকার মানুষের একমাত্র ভরসা ছিল। কিন্তু সড়কের এই বেহাল অবস্তার কারণে এগুলোও এখন ঠিক মত এই সড়কে দেখা যায়না। প্রায় ছয় কিলোমিটার সড়ক জোরে শুধুই খানাখন্দ।
বৃদ্ধ, অসুস্ত, ডেলিভারী রুগী নিয়ে খুব ঝুকির মধ্যে চলাচল করতে হয় মানুষের। এই সড়কের বেহাল অবস্তার কারণে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা সময় মত ক্লাস করতে পারেন না পায়ে হেটে অনেককেই পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার সড়ক।
দুর্ভোগে গাড়ি চালকরাও ঠিক মত গাড়ি চালাতে না পারায় পরিবার নিয়ে অসহায়ত্যে কাটছে তাদের জিবন। ভোগান্তিতে ব্যবসায়ী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির এমন বেহাল দশা হয়েছে মানুষ পায়ে হেটে যেতেও অনেক সমস্যা হয়।
কয়েক দিনের একটানা বৃষ্টিতে সড়কটি একেবারে নষ্ট হয়ে গেছে। স্হানীয়রা জানান, কয়েক বছর ধরে কোন রিপিয়ারিং বা সংস্কার কাজ করা হয়নি সড়কটির। যে কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এইসব এলাকার মানুষদের। স্হানীয় জনপ্রতিনিধির কাছে সড়কটি সংস্কার কাজ করে মানুষের চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য জোর দাবী জানান এলাকার সর্বস্তরের মানুষ।