আইন শৃঙ্খলা কমিটির সভা জুয়া, মাদক ও অবৈধ স্থাপন উচ্ছেদে কঠোর অবস্থানে প্রশাসন

ফরিদ মিয়া প্রকাশিত: ২৪ অক্টোবর , ২০২৪ ১৮:৪৬ আপডেট: ২৪ অক্টোবর , ২০২৪ ১৮:৪৬ পিএম
আইন শৃঙ্খলা কমিটির সভা জুয়া, মাদক ও অবৈধ স্থাপন  উচ্ছেদে কঠোর অবস্থানে প্রশাসন
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রশাসনিক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রশাসনিক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় র্দীঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে জুয়া খেলা, মাদক সেবনকারী, মাদকের ডিলারদের বিরুদ্ধে ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। পৌরসভা সহ ১৩ ইউনিয়নে আইন শৃঙ্খলা উন্নয়নে সভা সমাবেশ করা হবে। নান্দাইল চৌরাস্তা, কানারামপুর, উপজেলা সদর সহ সরকারী জায়গা উদ্ধার, পুনরায় জায়গা দখলকারীদের বিরুদ্ধে জেল, জরিমানা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ, নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম, নান্দাইল কলেজের অধ্যক্ষ বাদল কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন ভূইঁয়া, রফিকুল ইসলাম রেনু, মহিলা চেয়ারম্যান তাসলিমা আক্তার, ইফতেকার মোমতাজ খোকন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক হানান মাহমুদ, সাংবাদিক বিল্লাল হোসেন, শিক্ষা অফিসার ফজিলাতুন্নেচ্ছা, চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তুফা ও বন কর্মকর্তা বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল বলেন, নান্দাইলের সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসন সকল ধরনের আইনগত ব্যবস্থা গ্রহন করবে। তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ বলেন, রাত ১২টার পর রাস্তায় মানুষ পাওয়া গেলে কেন কোথায় যাচ্ছেন বলে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ রাত ১২টার পরে যারা ঘুরাফিরা করে তারা ভাল মানুষ নয় বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, সভায় ৯জন ইউপি চেয়ারম্যান ২জন প্রশাসক উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo