বাংলাদেশ আওয়ামী লীগ দেশের শুধু প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়। বাংলাদেশের রাজনীতিতে মূলধারাও বটে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস একই সূত্রে গাথা। আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩ শে জুন তৎকালীন পাকিস্তানের প্রকৃত অর্থেই প্রথম বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করে।
বাংলাদেশ আওয়ামী লীগ দেশের শুধু প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়। বাংলাদেশের রাজনীতিতে মূলধারাও বটে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস একই সূত্রে গাথা। আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩ শে জুন তৎকালীন পাকিস্তানের প্রকৃত অর্থেই প্রথম বিরোধীদল হিসেবে আত্মপ্রকাশ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। বাঙালি জাতির মুক্তির সংগ্রামে এই দলটি ধারাবাহিকভাবে নেতৃত্ব প্রদান করে আসছে। ৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্ত ফ্রন্ট নির্বাচন, ৬২ ও ৬৪ শিক্ষা আন্দোলন, ৭০ এর নির্বাচনে ঐতিহাসিক বিজয় এবং ১৯৭১ সালে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ" এবারের সংগ্রাম,,আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম। এরই মধ্য দিয়ে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি জাতি। আজকের এই ঐতিহাসিক দিবসে দলটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শফিকুল ইসলাম অপু ও ঝিনাইদা -১ শৈলকুপা আসন থেকে নবনির্বাচিত( এম, পি) বীর মুক্তিযোদ্ধা জনাব নায়েব আলী জোয়ার্দারের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন এবং পরবর্তীতে বিকাল ৫ঃ৩০ ঘটিকার সময় শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্হানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা আলোচনা সভা, দোয়া ও কেক কাটেন।
এই সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি জনাব নায়েব আলী জোয়ার্দার , উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুু,পৌর মেয়র আলহাজ্ব কাজী আশরাফুল আজম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার টিপু, ১০ নং বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাক শিকদার সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।