আন্তঃনগর ট্রেনে পাথর নিক্ষেপ , আহত চালক

শামীম খান প্রকাশিত: ১৬ মার্চ , ২০২৪ ০৮:০৫ আপডেট: ১৬ মার্চ , ২০২৪ ০৮:০৫ এএম
আন্তঃনগর ট্রেনে পাথর নিক্ষেপ ,  আহত চালক
জামালপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে দুবৃর্ত্তের ছোঁড়া পাথরে লোকোমাস্টার আতিকুল ইসলাম (৪২) আহত হয়েছেন। বুধবার রাতে জামালপুর -চট্টগ্রাম রেলপথে ঈশ্বরগঞ্জ উপজেলার মরাখলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে প্রায় ২ঘন্টা আটকা পড়েছিল।

জামালপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে দুবৃর্ত্তের ছোঁড়া পাথরে লোকোমাস্টার আতিকুল ইসলাম (৪২) আহত হয়েছেন। বুধবার রাতে জামালপুর -চট্টগ্রাম রেলপথে ঈশ্বরগঞ্জ উপজেলার মরাখলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে প্রায় ২ঘন্টা আটকা পড়েছিল।

আহত লোকোমাস্টার আতিকুল ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়, বুধবার রাতে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে যাত্রাবিরতি করে চট্টগ্রামেট উদ্দেশে ছেড়ে যায়।  পথিমধ্যে ট্রেনটি ঈশ্বরগঞ্জ উপজেলার মরাখলা এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। দুর্বৃত্তের ছোড়া পাথরে গুরুতর আহত হয় লোকোমাস্টার । রক্তাক্ত অবস্থায় তিনি রাত ১১টা ২০ মিনিটে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে থামিয়ে দেন। পরে ট্রেনে থাকা লোকজন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রায় ২ঘন্টা পরে ময়মনসিংহ থেকে চালক মোহাম্মদ হানিফ এসে ট্রেনটি নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

বিজয় এক্সপ্রেস ট্রেনের সহকারী লোকোমাস্টার আঃ হালিম জানান, দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করলে গুরুতর আহত হয় ট্রেনচালক। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে থামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়ে চালককে।

তিনি আরও জানান, দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে ঢ বগির ১-২ সিটের জানালার কাচঁ ভেঙ্গে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে এতে কেউ আহত হয়ননি।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, জামালপুর-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo