উপজেলা নির্বাচনে হোন্ডা থেকে নেমে ছুটছে আনারসের পিছনে

মোঃজহির হোসেন প্রকাশিত: ১৮ মে , ২০২৪ ০৭:১৪ আপডেট: ১৮ মে , ২০২৪ ০৭:১৪ এএম
উপজেলা নির্বাচনে হোন্ডা থেকে নেমে ছুটছে আনারসের পিছনে
দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পরই আওয়ামী লীগের দুই প্রার্থী প্রচারণা নেমে পড়েছেন। কিন্তু নির্বাচন যতোই ঘনিয়ে আসছে আওয়ামীলীগ থেকে একাধিক বারে বহিস্কৃত নেতা মোটরসাইকেল ( হুন্ডা ) প্রতীকের মাষ্টার আলতাফ হোসন হাওলাদারের সাথে থাকা নেতাকর্মীরাও তার থেকে দূরে সরে যাচ্ছে। প্রথম দিকে তার সাথে থাকা ডজনখানেক নেতা এখন তার অপর পক্ষকে সমর্থন জানিয়ে তাদের সাথে কাজ করতে দেখা যাচ্ছে।

দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পরই আওয়ামী লীগের দুই প্রার্থী প্রচারণা নেমে পড়েছেন। কিন্তু নির্বাচন যতোই ঘনিয়ে আসছে আওয়ামীলীগ থেকে একাধিক বারে বহিস্কৃত নেতা মোটরসাইকেল ( হুন্ডা ) প্রতীকের মাষ্টার আলতাফ হোসন হাওলাদারের সাথে থাকা নেতাকর্মীরাও তার থেকে দূরে সরে যাচ্ছে। প্রথম দিকে তার সাথে থাকা ডজনখানেক নেতা এখন তার অপর পক্ষকে সমর্থন জানিয়ে তাদের সাথে কাজ করতে দেখা যাচ্ছে।

তবে এ বিষয়ে মোটরসাইকেল ( হুন্ডা ) মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার অভিযোগ করে বলেন, তার সাথে থাকা নেতাকর্মীদের দলের অপর আনারস প্রতীকের প্রার্থীর লোকজন তার কর্মী সমর্থকদের নানান ভাবে চাপ সৃষ্টি করে সরিয়ে নিচ্ছে। মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আলতাফ হোসেন হাওলাদার আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান।

আনারস প্রতীকের দলের অপর প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশীদ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও তিনিও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান।

নাম প্রকাশে অনিচ্ছুক আ.লীগের কয়েকজন নেতা জানান, চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশীদকে তার সম্মন্ধি লক্ষীপুর-২ (রায়পুর) আসনের সংসদ-সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন ও কেন্দ্রীয় আওয়ামী-যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি মোহাম্মদ আলী খোকন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়রসহ দলের অনেক নেতা সমর্থন দিয়েছেন এবং তার পক্ষে কাজ করছেন। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকলেও অপর প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার বর্তমানে আ.লীগের কোনো পদে নেই।

এ বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী মামুনুর রশিদ বলেন, আমরা কাউকে চাপ সৃষ্টি করিনি, দলের বেশিরভাগ নেতাকর্মীরা আমাকে সমর্থন দিয়েছেন। দল ও আমার পক্ষে কাজ করছে। দলের অধিকাংশই আমাকে ভালোবেসে আমার জন্য কাজ করছেন।

উল্লেখ্য, ২১ মে রায়পুর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) দুজন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা সবাই আওয়ামী লীগ ঘরানার লোক।

এই বিভাগের আরোও খবর

Logo