কচকট খাঁ প্রবাসী সমাজ কল্যাণ ও এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে ইফতার বিতরণ

সহিদুর রহমান প্রকাশিত: ১৯ মার্চ , ২০২৪ ০৯:৩৫ আপডেট: ১৯ মার্চ , ২০২৪ ০৯:৩৫ এএম
কচকট খাঁ প্রবাসী সমাজ কল্যাণ ও এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে ইফতার বিতরণ
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কচকট খাঁ প্রবাসী সমাজ কল্যাণ ও এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে হতদরিদ্র দুস্থ পরিবারে মাঝে পবিত্র মাহে রমজানের ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে (১৮/০৩/২৪ খ্রিষ্টাব্দ) রোজ সোমবার দুপুর ২ঘটিকায় স্থানীয় অস্থায়ী কার্যালয় সম্মুখে আনুষ্ঠানিক ভাবে বিতরণ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কচকট খাঁ প্রবাসী সমাজ কল্যাণ ও এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে হতদরিদ্র দুস্থ পরিবারে মাঝে পবিত্র মাহে রমজানের ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে (১৮/০৩/২৪ খ্রিষ্টাব্দ) রোজ সোমবার দুপুর ২ঘটিকায় স্থানীয় অস্থায়ী কার্যালয় সম্মুখে আনুষ্ঠানিক ভাবে বিতরণ অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের উপদেষ্টা সদস্য ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এস আর সহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কচকট খাঁ প্রবাসী সমাজ কল্যাণ ও এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা সদস্য আব্দুল কাইয়ুম, আলীম উদ্দিন,আব্দুলল্লাহ আল নোমান, বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মামুনুর রশিদ, সাবেক কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম,এস আর সহিদ কোষাধ্যক্ষ আলিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক জাবের আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ জামিল আহমদ, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান অপু,সদস্য আকবার আহমদ, আলাল আহমদ, জাকারিয়া আহমদ, নাবেল আহমদ সহ গ্রামের মুরব্বিয়ান, যুবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্টানে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন ২০১৭ খ্রিস্টাব্দ গঠিত কচকট খাঁ প্রবাসী সমাজ কল্যাণ ও এডুকেশন ট্রাস্ট ইতিমধ্যে শিক্ষার্থীদের সহায়তা দরিদ্র পরিবারের অসুস্থ রোগীদের সহায়তা, বণ্যা দূর্যোগে অসহায়দের পাশে দাড়ানো সহ পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এই সংগঠন এলাকায় অনেক সুনাম অর্জন করেছে।

প্রতি বছরের ন্যায় এই রমজান মাসে প্রায় গ্রামের (৬৫)পয়ষট্টি পরিবারে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে এতে উপকার ভোগীরা গ্রামের প্রবাসীদের মধ্যে যাঁরা তাদের পাশে দাড়িয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করেন।

কটকট খাঁ প্রবাসী সমাজ কল্যাণ ও এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দরা জানান বিশ্বের যে-সকল দেশে গ্রামের সদস্যরা আছেন সবাই এই ট্রাস্টের মাধ্যমে গ্রামের উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহণের আহবান জানান। খাদ্য সামগ্রী বিতরণ শেষে দেশ-বিদেশের সকল সদস্যদের কল্যাণে মহান রবের নিকট উপস্থিত সবাই মোনাজাত প্রার্থনা করেন।

এই বিভাগের আরোও খবর

Logo