কলকাতার ঐতিহ্যবাহি তাঁবু মসজিদ

সাকিব হোসেন প্রকাশিত: ৬ এপ্রিল , ২০২৪ ১০:৩২ আপডেট: ৬ এপ্রিল , ২০২৪ ১০:৩২ এএম
কলকাতার ঐতিহ্যবাহি তাঁবু মসজিদ
এ যেন এক আরব্য কাহিনি। কংক্রিটের নয়, যুগের পর যুগ (১৯১১ সাল) ধরে মসজিদ রয়েছে এক তাঁবুতে।কলকাতা চেনে তাঁবু মসজিদ নামেই। গাছের ছায়ায় তাঁবুর নিচেই, মসজিদে নামাজ পড়েন শতাধিক মুসল্লি।

এ যেন এক আরব্য কাহিনি। কংক্রিটের নয়, যুগের পর যুগ (১৯১১ সাল) ধরে মসজিদ রয়েছে এক তাঁবুতে।কলকাতা চেনে তাঁবু মসজিদ নামেই।  
গাছের ছায়ায় তাঁবুর নিচেই, মসজিদে নামাজ পড়েন শতাধিক মুসল্লি।

মসজিদে আজও নেই বিদ্যুতের ব্যবস্থা। নেই পানির লাইন। অজুর পানি আসে অন্য উপায়ে।

জুমার নামাজে তাকবির এবং খুতবায় ইমাম ব্যবহার করেন ব্যাটারিচালিত স্পিকার। সেই ব্যাটারির আলোতেই হয় ইফতার। আশপাশে কংক্রিটের মসজিদ থাকলেও, রমজানে মুসল্লিরা সেই তাঁবু মসজিদে নামাজ পড়ে তৃপ্তি পান।

তাদের অভিমত, শত বছরের বেশি সময় ধরে কলকাতা বুকে অবস্থান করছে তাঁবু মসজিদে। ঐতিহ্যবাহী এই মসজিদেই নামাজ পড়ে পরিতৃপ্ত হন তারা।

এই বিভাগের আরোও খবর

Logo