রাজশাহী পবা উপজেলা কাটাখালী পৌরসভার মেয়র পদ এর উপ নির্বাচনে ৭ জন মেয়র পদ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । ৯টি ওয়ার্ডে ৯টি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৫৪১জন । এতে পুরুষ ভোটার ১১ হাজার ৮৮৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ৭৭৬ জন । সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্য্ন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিং (ইভিএম )এ ভোট গ্রহণ শেষ হয় । এতে ১৫ হাজার ৬৫০ ভোট পড়েছে ।
রাজশাহী অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলাল বলেন, ৬৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন । ভোট গ্রহণ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে । নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জিয়ারুল ইসলাম ক্যারামবোর্ড প্রতিকে পেয়েছেন ১২৭ ভোট , অধ্যাপক সিরাজুল হক জগ প্রতিকে পেয়েছেন ৩৮৪ ভোট মোতাহার হোসেন রেলইঞ্জিন প্রতিকে পেয়েছেন ১ হাজার ৮৮ ভোট, অধ্যক্ষ জহুরুল আলম রিপন মোবাইল ফোন প্রতিকে পেয়েছেন ১ হাজার ৩৩৯ ভোট, মিজানুর রহমান চামুচ প্রতিকে পেয়েছেন ২ হাজার ৯১৭ ভোট, মো: আবু শামা নারিকেল গাছ প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৪৮৭ ভোট এবং মোসা: রাবেয়া সুলতানা মিতু হ্যাঙ্গার প্রতিকে সর্বোচ্চ ৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন ।
উল্লেখ্য কাটাখালী পৌরসভার সাবেক মেয়র জনাব আব্বাস আলী ২০২২ সালে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কের অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিতে মেয়র পদ থেকে বহিস্কার হয় । তার শূণ্য পদে ২৮ মে ২০২৪ উপনির্বাচন সম্পন্ন হল । নব নির্বাচিত মেয়র মোসা:রাবেয়া সুলতানা মিতু সাবেক মেয়র আব্বাস আলীর সহধর্মীনি ।