কাঠালিয়ায় জরিমানাসহ ৮টি ইট ভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদলত

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ১৪ মার্চ , ২০২৪ ১০:০৮ আপডেট: ১৪ মার্চ , ২০২৪ ১০:০৮ এএম
কাঠালিয়ায় জরিমানাসহ ৮টি ইট ভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদলত
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি ইট ভাটার মালিককে ৪ লক্ষ টাকা জরিমানাসহ ৮টি অবৈধ ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি ইট ভাটার মালিককে ৪ লক্ষ টাকা জরিমানাসহ ৮টি অবৈধ ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। 

লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকায় আমুয়ার মেসার্স মোল্লা ব্রিকসকে দুই লাখ টাকা ও কাঠালিয়া সদরে ত্বহা ব্রিকস ফিল্ডকে দুই লাখ টাকা জরিমানা করেছে। এ ছাড়াও এস এস বি ব্রিকস, এস এস বি ব্রিকস, এম সি ব্রিকস, এফ এম ব্রিকস, এইচ এস ব্রিকস ও কে এম ব্রিকস ইট ভাটাগুলোকে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রম্যমান আদালত। মের্সাস আমুয়া ব্রিকস ইট ভাটাকে পূর্বেই বন্ধ করে দিয়েছে প্রশাসন।

অভিযান পরিচালনা করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শিব্বির আহমেদ। এতে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকার সহ পুলিশের একটি দল ও কাঠালিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা অভিযানে সহায়তা করেন।

কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন জানান,‘ উপজেলার অবৈধ ৮টি ইট ভাটায় অভিযান পরিচালনা করে জরিমানাসহ বন্ধ করে দেওয়া হয়েছে”। এ অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরোও খবর

Logo