৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দাপে অনুষ্ঠিতব্য ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই করা হয়েছে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দাপে অনুষ্ঠিতব্য ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাচাই করা হয়েছে।
রবিবার দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই বাচাই করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহা: আ: ছালেক, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ উপস্থিত ছিলেন। পরে উপজেলায় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
কাঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইচ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।উপজেলা চেয়ারম্যান পদে যাদের মনোনয়নপত্র বৈধ তারা হলেন, কাঠালিয়া উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ এমাদুল হক মনির, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ. তরুন সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট মোঃ আবদুল জলিল হাওলাদার।
ভাইস চেয়ারম্যান পদে যাদের মনোনয়নপত্র বৈধ তারা হলেন মোহাম্মদ আবদুল জলিল মিয়াজী, মোঃ রেজাউল করিম সাদ্দাম, এডভোতেট মোঃ তরিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গৌতম চন্দ্র মন্ডল, মোঃ মনিরুজ্জামান গোলদার, সৈয়দ মাইনুল হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাদের মনোনয়নপত্র বৈধ তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, মোসাঃ সাহিদা আক্তার বিন্দু, মোসাঃ শাহানাজ বেগম, নাজমিন আক্তার তুলি, শেফালী বেগম।উল্লেখ্য যে, আগামী ২৯ মে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।