কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে আগুণে পুড়ে ক্ষতিগ্রস্থ পানবরজ

মোঃ সাহেদ হোসেন প্রকাশিত: ২২ এপ্রিল , ২০২৪ ১০:০০ আপডেট: ২২ এপ্রিল , ২০২৪ ১০:০০ এএম
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে আগুণে পুড়ে  ক্ষতিগ্রস্থ পানবরজ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে আগুণে পুড়ে ক্ষতিগ্রস্হ পানবরজ এলাকা পরিদর্শনে যান কুষ্টিয়া ২ ভেড়ামারা মিরপুর সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু,উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দি গ্রামে আগুণে পুড়ে  ক্ষতিগ্রস্হ পানবরজ এলাকা পরিদর্শনে যান কুষ্টিয়া ২ ভেড়ামারা মিরপুর সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু,উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।
 
এসময়  উপস্হিত ছিলেন ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ইউপি আওয়ামীলীগের সভাপতি সামসুল হক,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক ও ধরমপুর ইউপি যুবলীগের সভাপতি আব্দুল আজিজ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য তালেবুর রহমান টুকু প্রমুখ।
 
উল্লেখ্য গত ২০ এপ্রিল দুপুরে আকস্মিকভাবে পাটুয়াকান্দি গ্রামের পানবরজে অগ্নিকান্ডের সূচনা হয়।অগ্নিকান্ডে উক্ত এলাকার প্রায় ৫০ বিঘা জমির পান বরজ আগুণে ভস্মিভূত হয়।৩৭ টি পানবরজ আগুণে পুড়ে কৃষকের ব্যাপক পরিমাণে ক্ষতি হয়

এমপি কামারুল আরেফিন সেখানে কিছুক্ষণ অবস্হান করেন এবং ক্ষতিগ্রস্হ কৃষকদের সাথে কথাবার্তা বলে তাদের ক্ষতির পরিমাণ শ্রবন করেন। তিনি ক্ষতিগ্রস্হ ৩৭ টি কৃষক পরিবারকে সহায়তার আশ্বাস দেন এবং সব সময় তাদের পাশে থাকার ইচ্ছা পোষণ করেন।

এই বিভাগের আরোও খবর

Logo