কুষ্টিয়ায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

মাহাবুব হোসেন প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর , ২০২৪ ১৩:৪৭ আপডেট: ৩০ সেপ্টেম্বর , ২০২৪ ১৩:৪৭ পিএম
কুষ্টিয়ায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
রোববার বেলা ১১টায় শহরের পাবলিক লাইব্রেরী মাঠের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে ৯ দফা দাবী রেখে ভুক্তভোগীরা বলেন, ২০০৯ সালে পিলখানায় সুপরিকল্পিত ভাবে একটি হত্যাযজ্ঞ চালিয়ে ৫৭ জন সেনা অফিসার ও বিডিআর সদস্যসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয় এবং এই হত্যাযজ্ঞে বলির পাঠা করে ১৮হাজার ৫শ ২০জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত ও কিছু সদস্যকে জেল দেয়া হয়।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরীতে পূনর্বহাল ও পিলখানায় পরিকল্পিত  হত্যাকান্ডের সুষ্ঠ তদন্তের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।

রোববার বেলা ১১টায় শহরের পাবলিক লাইব্রেরী মাঠের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে ৯ দফা দাবী রেখে ভুক্তভোগীরা বলেন, ২০০৯ সালে পিলখানায় সুপরিকল্পিত ভাবে একটি হত্যাযজ্ঞ চালিয়ে ৫৭ জন সেনা অফিসার ও বিডিআর সদস্যসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয় এবং এই হত্যাযজ্ঞে বলির পাঠা করে ১৮হাজার ৫শ ২০জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত ও কিছু সদস্যকে জেল দেয়া হয়।

দীর্ঘ ১৫ বছর চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। তাই অবিলম্বে পিলখানায় হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরীতে পুর্নবহাল, নিরাপরাধ বিডিআর সদস্যদের কারামুক্তি এবং নিহতদের শহীদের মর্যাদা দেয়ার দাবী জানান। 

ঘন্টাব্যপী চলা উক্ত মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদ কুষ্টিয়া ও চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন।মানববন্ধন শেষে দাবি আদায়ের জন্য শহরে মিছিল করতে করতে যেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

এই বিভাগের আরোও খবর

Logo