চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরীতে পূনর্বহাল ও পিলখানায় পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠ তদন্তের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।
রোববার বেলা ১১টায় শহরের পাবলিক লাইব্রেরী মাঠের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে ৯ দফা দাবী রেখে ভুক্তভোগীরা বলেন, ২০০৯ সালে পিলখানায় সুপরিকল্পিত ভাবে একটি হত্যাযজ্ঞ চালিয়ে ৫৭ জন সেনা অফিসার ও বিডিআর সদস্যসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয় এবং এই হত্যাযজ্ঞে বলির পাঠা করে ১৮হাজার ৫শ ২০জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত ও কিছু সদস্যকে জেল দেয়া হয়।
দীর্ঘ ১৫ বছর চাকরি হারিয়ে পরিবার পরিজন নিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। তাই অবিলম্বে পিলখানায় হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকরীতে পুর্নবহাল, নিরাপরাধ বিডিআর সদস্যদের কারামুক্তি এবং নিহতদের শহীদের মর্যাদা দেয়ার দাবী জানান।
ঘন্টাব্যপী চলা উক্ত মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদ কুষ্টিয়া ও চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন।মানববন্ধন শেষে দাবি আদায়ের জন্য শহরে মিছিল করতে করতে যেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।