কুড়িগ্রামে প্রথমবারের মতো ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে দ্রোহযাত্রার বর্ষবরণ-১৪৩২ আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। আজ সোমবার এ উপলক্ষে সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে আই লাভ কুড়িগ্রাম চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এরপর একটি বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসকের নেতৃত্বে বের হয়ে জেলা শহরের কলেজ মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় ও বিএম কুদরত ই খুদা, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জাতীয় নাগারিক কমিটির সংগঠক গোলাম রসুল রনি, এনসিপি'র মুকুল মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আব্দুল আজিজ নাহিদ ও সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর প্রমুখ।
এদিকে আনন্দ শোভাযাত্রায় ঐতিহ্যবাহী বাঙালি বৈশাখী পোশাকের বর্ণিল সাজে সজ্জিত হয়ে জেলা প্রশাসনের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। দুপুর থেকে স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা প্রশাসন আয়োজনে দিনব্যাপি লোকজ মেলা ও বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের আয়োজনে পুকুর পাড়ে বৈশাখী উৎসব মেলা অনুষ্ঠিত হবে।