কেন্দুয়ায় এক ( ১) যুবকের আত্মহত্যা

কোহিনূর আলম প্রকাশিত: ১৭ এপ্রিল , ২০২৫ ১২:৪৬ আপডেট: ১৭ এপ্রিল , ২০২৫ ১২:৪৬ পিএম
কেন্দুয়ায় এক ( ১) যুবকের আত্মহত্যা
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিষ পানে আত্মহত্যা করেছেন মৃত শাজাহান মিয়ার ছেলে শুভ মিয়া (২০) নামের এক যুবক

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিষ পানে আত্মহত্যা করেছেন মৃত শাজাহান মিয়ার ছেলে শুভ মিয়া (২০) নামের এক যুবক । বুধবার (১৬ এপ্রিল) সকালে জমিতে ছিটানো বিষ পানে গুরুতর অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এমন মৃত্যুর ঘটনায় হাসপাতালে ও উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাতারিয়া গ্রামে ছুটে যান সহকারী পুলিশ সুপার / কেন্দুয়া সার্কেল গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) ওমর কাইয়ুমসহ পুলিশের একটি টিম । হাসপাতালে থাকা মৃত শুভর চাচার সাথে কথা হলে বিষ পানের সঠিক কারণ বলতে না পারলেও তিনি পারিবারিকভাবে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত সমস্যা ছিলো বলে স্বীকার করেন । এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে নিহত শুভ মিয়ার বোনের বরাত দিয়ে বলেন, শুভর মানসিক কিছু সমস্যা ছিলো । কারো প্রতি কোন অভিযোগ নেই । তিনি আরো বলেন, বিষয়টি আমারা আরো খতিয়ে দেখছি ।

এই বিভাগের আরোও খবর

Logo