নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গাজা সেবনকালে মো. তোফায়েল আহমেদ (৩৪) নামে একজনকে গ্রেফতার, দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড আরোপ করা হয়েছে ।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গাজা সেবনকালে মো. তোফায়েল আহমেদ (৩৪) নামে একজনকে গ্রেফতার, দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড আরোপ করা হয়েছে ।সোমবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে উপজেলার চিরাং বাজার এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয় ।জানা যায়, মো. তোফায়েল আহমেদ (৩৪) একজন সম্মানি ব্যক্তির দ্বিতীয় পর্বের ছেলে । যে কিনা ভবঘুরে, নেশাগ্রস্ত ও অনেকের মতে সে গাঁজা ব্যবসায়ীও । উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার উপজেলা মিডিয়া সেলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, পুলিশ ফোর্সসহ গাজা সেবনের সরঞ্জামাদী ও ২০ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয় তাকে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড আরোপ করা হয় ।