কোডেকের উদ্যোগে ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

নাজিম বকাউল প্রকাশিত: ২৩ মার্চ , ২০২৪ ০৯:২৪ আপডেট: ২৩ মার্চ , ২০২৪ ০৯:২৪ এএম
কোডেকের উদ্যোগে ফরিদপুরে  শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
ফরিদপুরের ভাঙ্গায় তিন শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় তিন শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার   উপজেলার সদরদী রায়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা  হয়।  এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত- এ খুদা। ভাঙ্গা উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমানের সার্বিক পরিচালনায় ভাঙ্গা এরিয়া ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস পলাশের  সভাপতিত্বে এ সময় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ তুলে দেন কোডেকের সহকারী পরিচালক মো. রাশিদুল রেজা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কোডেকের পদস্থ কর্মকর্তা শাহিন পাঠান,সদস্যবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি প্রমুখ। এসময় শিক্ষার্থীরা স্কুল ব্যাগ পেয়ে আনন্দিত হয়।

এ ব্যাপারে কোডেকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাশিদুল রেজা বলেন, ‘কোডেক প্রতিনিয়ত মানুষের পাশে থাকে। বিগত দিনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। এবার তিন শ’ স্কুলের শিক্ষার্থীদের ব্যাগ দেয়া হলো। আগামীতেও অসহায় মানুষের পাশে আমাদের সেবার হাত প্রসারিত থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা বলেন, দেশের অগ্রযাত্রায় শিক্ষা,দারিদ্র দুরীকরন সহ সরকারের পাশাপাশি কোডেক কাজ করছে। তিনি কোডেক সহ সকলকে হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়ানোর আহবান জানান। 

এই বিভাগের আরোও খবর

Logo