১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণ প্রদক প্রদান ১৫ সেপ্টেম্বর রোজ রবিবার অনুষ্টিত হয়।
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ব্যবস্থাপনায় ৫ দিন ব্যাপি কর্মসূচির ৪র্থ দিন গুণীজনদের সংবর্ধনা ও স্বর্ণ প্রদক প্রদান করা হয়। পাঁচ দিন ব্যাপি অনুষ্টিত অনুষ্ঠান মালার অন্যতম আকর্ষণ হিসেবে এ বৎসর বিভিন্ন ক্ষেত্রে কৃতিতের স্বাক্ষর রাখায় চার জন ব্যক্তিকে সৎবর্ধিত করা হয়। এরা হলেন মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী, প্রফেসর ড. মোঃ আকতারুজ্জামান, জনাব মোঃ মোখলেসুর রহমান, জাগ্রত কবি আল্লামা মুহিব খান।
বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী, মুর্শিদত্রয়ের পদান্ক অনুসরণ করে ত্রিরত্নের অসমাপ্ত বিচিত্রমুখী কর্মসূচি বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম ধনিয়ালাপাড়া বায়তুশ শরফের অন্যতম কর্মসূচি হিসেবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে পাঁচদিন ব্যাপি বিশাল তামাদ্দুনিক প্রতিযোগিতা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সুবিশাল কর্মসূচি সুন্দরভাবে পরিচালনার মাধ্যমে দেশের আপামর জনসাধারণ, তরুণ সমাজকে দীন ইসলামের যথার্থ ঞ্জান বা শিক্ষা প্রদান, সত্য ও ন্যায়ের পথে এগিয়ে আসার আহবান এবং মানবতার সার্বিক কল্যাণে এগিয়ে আসার উদাত্ত আহবান জানানো হয়।