ঘাম ঝরাতে হলো লতিফকে

আহমদ উল্লাহ প্রকাশিত: ১০ জানুয়ারী , ২০২৪ ০৯:০৫ আপডেট: ১০ জানুয়ারী , ২০২৪ ০৯:০৫ এএম
ঘাম ঝরাতে হলো লতিফকে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নৌকার প্রার্থী এম এ লতিফ পাঁচ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। নতুন মুখ স্বতন্ত্র প্রার্থী ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমনের বিরুদ্ধে জিততে ঘাম ঝরেছে আওয়ামী লীগের তিনবারের সংসদ সদস্য লতিফের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নৌকার প্রার্থী এম এ লতিফ পাঁচ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। নতুন মুখ স্বতন্ত্র প্রার্থী ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমনের বিরুদ্ধে জিততে ঘাম ঝরেছে আওয়ামী লীগের তিনবারের সংসদ সদস্য লতিফের।

নৌকার প্রার্থী লতিফ পেয়েছেন ৫১ হাজার ৪৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন কেটলি প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৫২৫ ভোট।

রোববার রাত ৯টার দিকে চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।


চট্টগ্রাম-১১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ৯৮৩। ভোট দিয়েছেন ১ লাখ ৮৫১ জন। ভোটের হার ১৯ দশমিক ৫১ শতাংশ।

এম এ লতিফ এ নিয়ে চতুর্থবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হলেন।

এই বিভাগের আরোও খবর

Logo