উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোলে চেয়ারম্যান পদে ১৬ জন মনোনয়ন দাখিল করেছেন। একই সঙ্গে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়ন দাখিল করেছেন।
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোলে চেয়ারম্যান পদে ১৬ জন মনোনয়ন দাখিল করেছেন। একই সঙ্গে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়ন দাখিল করেছেন।
ভোলাহাট উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. শাজাহান মানিক জানিয়েছেন, ভোলাহাটে চেয়ারম্যান পদে সাত জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চার জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে তিন জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
রোববার প্রার্থীরা নিজেদের সমর্থিত লোকজন নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। তাদের মধ্যে তিন জন বিএনপি নেতা ও চার জন আওয়ামী লীগ নেতা রয়েছে।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল গাফফার মুকুল, সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মো. আল আমিন, বিএনপি উপজেলা শাখার আহবায়ক মো. বাবর আলী বিশ্বাস, বিএনপির অন্য গ্রুপের আহবায়ক ইয়াজদানি জর্জ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. লোকমান আলীসহ চার জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন দাখিল করেছেন। ভোলাহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ২২৯ জন।
অন্যদিকে গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ছয় জন, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ছয় জন মনোনয়ন জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারীদের পাঁচ জন আওয়ামী লীগ নেতাসহ আশরাফ আলী নামে একজন বিএনপি নেতা রয়েছেন।
অন্যদিকে নাচোল উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে তিন জনের মধ্যে দু জন আওয়ামী লীগ নেতা এবং অ্যাড. সিরাজুল ইসলাম নামে একজন জামায়াত নেতা রয়েছেন।
নাচোল উপজেলা নির্বাচন অফিসার মো. দুলাল হোসেন ১০ জনের মনোনয়ন দাখিলের তথ্য জানিয়েছেন।
জেলা নির্বাচন অফিস জানায়, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, আপিল দায়ের ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোটগ্রহণ করা হবে আট মে।