চাটখিলে নতুন কারিকুলাম বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
চাটখিলে নতুন কারিকুলাম বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্যা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
একটিভ ফাউন্ডেশনের আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজমূল হুদা শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, মাধ্যমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখার সভাপতি মোরশেদ আলম স্বপন, জমিয়াতুল মুদারসীন চাটখিল উপজেলা শাখার সভাপতি আবদুল মান্নান সহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ।
সভায় বক্তরা নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের বিভিন্ন কর্ম-কৌশল নিয়ে আলাপ-আলোচনা করেন। মতবিনিময় সভা যৌথভাবে পরিচালনা করেন সাহাপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিপুল কুমার ও ঘাটলাবাগ দাখিল মাদ্রাসার সুপার ওমর ফারুক।
সভা শেষে প্রধান অতিথি চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান তার একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে মতবিনিময় সভায় অংশগ্রহনকারী সকল শিক্ষকদের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়া মাধ্যমিক শিক্ষক সমিতি চাটখিল উপজেলা শাখার উন্নয়নে ৩লাখ টাকার চেক ও জমিয়াতুল মুদারসীন চাটখিল উপজেলা শাখার উন্নয়নে ২লাখ টাকার চেক স্ব স্ব সংগঠনের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।