বাংলাদেশ সুপ্রিন কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ২০ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাটখিলের বিভিন্ন এলাকায় বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি চাটখিলের বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।ব্যারিস্টার খোকন সকালে চাটখিল উপজেলার পূর্ব পরকোট, দক্ষিণ বদলকোট, বৈকন্ঠপুর, নয়নপুর ও শিবপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে সকালে তিনি দশঘরিয়া বাজারে আগুনে পুড়ে যাওয়া পাটিঘর পরিদর্শন করেন।
এরপর তিনি ০৪ নং বদল কোট ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ বদলকোটে স্থানীয় নেতাদের নিয়ে আলোচনা সভা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেওয়ান মোঃ আলী পরিচালনা করেন মোঃ জহির উদ্দিন বাবর অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা যুবদল নেতা মোঃ রিয়াদ হোসেন। দুপুরে তিনি বৈকন্ঠপুরে হক ফাউন্ডেশনের আয়োজনে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
চাটখিলে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তার সাথে নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহবায়ক, অ্যাডভোকেট হানিফ, সদস্য সচিব শাহাজান রানা, পৌর বিএনপির আহবায়ক শামছুল আরিফিন শামিম, সদস্য সচিব, আহসানুল হক মাসুদ, উপজেলা যুব দলের আহবায়ক, জহির উদ্দিন বাবর মোঃ আনোয়ার হোসেন রতন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত সমাজ গঠনে কাজ করার জন্য নেতা কর্মীদের নির্দেশ দেন।