চান্দিনায় ময়লা-আর্বজনা পরিষ্কার-পরিচ্ছন্ন করলো শিক্ষার্থীরা

সোহেল রানা প্রকাশিত: ৭ আগস্ট , ২০২৪ ১৭:৩৭ আপডেট: ৭ আগস্ট , ২০২৪ ১৭:৩৭ পিএম
চান্দিনায় ময়লা-আর্বজনা পরিষ্কার-পরিচ্ছন্ন করলো শিক্ষার্থীরা
বুধবার (৭ আগস্ট) সকল সাড়ে ১০টা দিকে চান্দিনা উপজেলা পরিষদ থেকে শুরু হয় এই পরিচ্ছন্নতা অভিযান। এসময় বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর সহ হাট-বাজার ও সড়কের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়।

কুমিল্লার চান্দিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চান্দিনা উপজেলার বিভিন্ন স্থানে পরিছন্নতা অভিযান করেছে শত শত শিক্ষার্থী।

বুধবার (৭ আগস্ট) সকল সাড়ে ১০টা দিকে চান্দিনা উপজেলা পরিষদ থেকে শুরু হয় এই পরিচ্ছন্নতা অভিযান। এসময় বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর সহ হাট-বাজার ও সড়কের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালায়। 

এসময় শিক্ষার্থীদের সাথে কথা হলে তারা জানায় - আন্দোলনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও  অগ্নিসংযোগের ঘটনায় চান্দিনা উপজেলা সদর, মাধাইয়া সহ মহাসড়কের বিভিন্ন স্থানে ইট-পাটকেল, ব্যানার-ফেস্টুন, ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আর্বজনা ও পোড়া জিনিসপত্র ছড়িয়ে অপরিচ্ছন্ন হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে উপজেলা পরিষদ মাঠে একত্রিত হয় শিক্ষার্থীরা।

সেখানে থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সহ চান্দিনা বাজারে বিভিন্ন স্থান এবং মাধাইয়া বাজার এলাকা সহ বিভিন্ন স্থানে ভাগ হয়ে ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। নিজেরাই ঝাড়ু, বস্তা, ট্টলি হাতে এসব জায়গা পরিস্কার করতে শুরু করে। এছাড়াও সাধারণ মানুষ সহ সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ায়।এর আগে রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ি সহ চান্দিনা উপজেলা পরিষদে হামলা চালিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিস, ইউএনও অফিস সহ বিভিন্ন দপ্তর ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পর্যায়ক্রমে এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখবে বলেও জানায় শিক্ষার্থীরা।

এই বিভাগের আরোও খবর

Logo