চান্দিনায় বন্যায় তলিয়ে যাওয়া সড়কের উপর সাঁকো পরিদর্শনে ইউএনও

সোহেল রানা প্রকাশিত: ২৫ আগস্ট , ২০২৪ ১৬:১০ আপডেট: ২৫ আগস্ট , ২০২৪ ১৬:১০ পিএম
চান্দিনায় বন্যায় তলিয়ে যাওয়া সড়কের উপর সাঁকো পরিদর্শনে ইউএনও
শনিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সরেজমিন পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, এসও মোতাহের হোসেন, শুলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক, এলডিপির যুবদল শুহিলপুর ইউনিয়ন সভাপতি মো. শাহিন আলম, এলডিপি গনতান্ত্রিক যুবদল শুহিলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চান্দিনা উপজেলা গনতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি মো. হান্নান মিয়া আখন্দ, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ আলী, মো. নাছির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের রানীপুর এলাকায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি সড়কের উপর নির্মিত কাঠের সাঁকো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জাবের মো. সোয়াইব। 

শনিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সরেজমিন পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, এসও মোতাহের হোসেন, শুলিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক, এলডিপির যুবদল শুহিলপুর ইউনিয়ন সভাপতি মো. শাহিন আলম, এলডিপি গনতান্ত্রিক যুবদল শুহিলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চান্দিনা উপজেলা গনতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি মো. হান্নান মিয়া আখন্দ, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ আলী, মো. নাছির হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য ইলিয়টগঞ্জ থেকে বড়াইয়া কৃষ্ণপুর সড়কের উপজেলার শুহিলপুর ইউনিয়নের রানীপুর এলাকায় দীর্ঘ ৩বছর যাবৎ একটি ব্রীজের কাজ চলমান রয়েছে। ওই ব্রীজের কাজ চলমান থাকায় যানবাহন, সাধারণ মানুষ ও স্থানীয়দের চলাচল সুবিধার্থে পাশেই একটি বিকল্প সড়ক নির্মাণ করা হয়। সড়কটি নিচুঁ হওয়ায় বর্তমানে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢল, তার উপর যোগ হয়ে ভারতের ত্রিপুরা থেকে ছুটে আসা পানির স্রোতে তলিয়ে যায় ওই সড়কটি। ফলে যানবাহন চলাচল বন্ধ সহ প্রায় ২০টি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা ও  সাধারণ মানুষের চলাচলও বন্ধ হয়ে যায়। 

যাত্রী, সাধারণ মানুষ ও স্থানীয় জনগোষ্ঠীর অসুবিধার কথা চিন্তা করে স্থানীয় সহযোগিতায় ওই সড়কের উপর  একটি সাঁকো তৈরি করার জন্য ইউএনও জাবের মো. সোয়াইব ইউপি চেয়ারম্যান কে নিদের্শ দেন। ওই নির্দেশে উপজেলার ১নং শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক তার নিজস্ব তহবিল থেকে শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে সাঁকোটি নিমার্ণ করেন । এলডিপি’র শুহিলপুর ইউনিয়নের নেতৃবৃন্দদের স্বেচ্ছাশ্রমে ওই সাঁকো তৈরি কাজ সম্পন্ন হয়। সাঁকোর দুইপাশেই তৈরি হয়েছে সঘোষিত সিএনজি ও রিক্সা স্ট্যান্ড।

লোকজন সিএনজি বা রিক্সায় এসে হেঁটে সাঁকো পার হয়ে অন্য রিক্সা কিংবা সিএনজি করে গন্তব্যে যেতে  পারেন।  কিন্তু সাঁকো দিয়ে রিক্সা, সিএনজিসহ বাড়ি যানবাহন যাতায়াত সম্ভব নয়। পায়ে হেঁটে সাঁকো পার হয়ে অন্য গাড়িতে উঠতে হয় । তবে সাঁকোর উপর দিয়ে বাইসাইকেল ও মটোরসাইকেল যাতায়াত করতে পারে। তবে সড়কটি দিয়ে যানবাহন না চলায় দুর্ভোগ কাটেনি যাত্রী, সাধারণ মানুষসহ এলাকাবাসীর।

এবিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো. সোয়াইব বলেন- বন্যার পানিতে সড়কটি তলিয়ে যায়। এতে করে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ মানুষসহ এলাকাবাসী। বিষয়টি জানতে পেরে চলাচল সুবিধার্থে স্থানিয় সহযোগীতায় একটি সাঁকো তৈরির নির্দেশ দেই ইউপি চেয়ারম্যানকে। সাঁকোটির কাজ সঠিকভাবে সম্পন্ন করেছে কিনা তাই দেখতে সরজমিনে পরিদর্শন করা হয়েছে।

আমরা সরজমিনে দেখলাম পানি বর্তমানে মোটা মোটি স্থিতিশীল আছে। সকলকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। এছাড়াও যদি পানি বেড়ে যায় তাহলে এখানে প্রাথমিক বিদ্যালয় গুলো সহ আশ্রয় কেন্দ্র ঘোষনা করা আছে। আশ্রয় কেন্দ্র গুলোতে অবস্থান নিতে বলা হয়েছে। আমরা উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ সর্বদা সজাগ আছি যে কোন মোকাবেলায় সর্বউচ্চো সচেষ্ট থাকবো।

এই বিভাগের আরোও খবর

Logo