চাহিদা অনুযায়ী পানি না পেলেও বিল পরিশোধ করতে হচ্ছে

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৭ নভেম্বর , ২০২৪ ১৩:০৭ আপডেট: ৭ নভেম্বর , ২০২৪ ১৩:০৭ পিএম
চাহিদা অনুযায়ী পানি না পেলেও বিল পরিশোধ করতে হচ্ছে
চাহিদা অনুযায়ী পানি না পেলেও বিল পরিশোধ করতে হচ্ছে ।যশোর পৌরসভার ২৮ পানির পাম্পের মধ্যে ১০টি এক বছর ধরে নষ্ট ।মিরাজুল কবীর টিটো সদর উপজেলা প্রতিনিধি যশোর যশোর পৌরসভার ২৮টি পানির পাম্পের মধ্যে ১০টি পাম্প এক বছর ধরে নষ্ট হয়ে রয়েছে।

চাহিদা অনুযায়ী পানি না পেলেও বিল পরিশোধ করতে হচ্ছে ।যশোর পৌরসভার ২৮ পানির পাম্পের মধ্যে ১০টি এক বছর ধরে নষ্ট ।মিরাজুল কবীর টিটো সদর উপজেলা প্রতিনিধি যশোর  যশোর পৌরসভার ২৮টি পানির পাম্পের মধ্যে ১০টি পাম্প এক বছর ধরে নষ্ট হয়ে রয়েছে। পানি সাপ্লাইয়ে ধারণ ক্ষমতা কমে যাওয়ায় ১০ এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় সাপ্লাই পানি পাচ্ছে না। অথচ পানি না পেলেও পৌরসভার পানির বিল পরিশোধ করতে হচ্ছে বলে এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ ।পৌরসভার পানি শাখার সুপারভাইজার ইসহাক হোসেন জানান, পৌরসভা ২৮টি পাম্পের মাধ্যমে প্রতিদিন ২ কোটি লিটার পানি ৯টি ওয়ার্ডে সরবরাহ করা হতো। এর মধ্যে ১০টি পানির পাম্প ১ বছর ধরে নষ্ট হয়ে আছে। এতে করে অর্ধেক পানি সরবরাহ কমে গেছে। পাম্পগুলো নষ্ট হয়ে যাওয়ায় প্রতি পাম্পে পার ঘন্টায় ১ লাখ লিটার পানি সরবরাহের পরিবর্তে ২০ হাজার লিটার পানি সরবরাহ করা হচ্ছে। এতে করে ১০টি এলাকার মানুষের পানির চাহিদা পূরণ হচ্ছে না।এলাকাগুলো হচ্ছে মোল্লাপাড়া, বারান্দিপাড়া, কাজীপাড়া ঘোষপাড়া, পালবাড়ী, স্টেডিয়ামপাড়া, চাঁচড়া তেতুলতলা, চাঁচড়া মাগুরপট্টি, বেজপাড়া তালতলা, আনসার ক্যাম্প এলাকা, পাবলিক হেলথ চত্বর।মোল্লাপাড়া এলাকার বাসিন্দা সীমা বেগম জানান, পানির গতি অনেক কম। এতে করে আমরা চাহিদা  অনুযায়ী পানি পাচ্ছি না।  আর যতটুকু পানি পাচ্ছি তাতে দুর্গন্ধ বের হচ্ছে। পানি চাহিদা অনুযায়ী না পেলেও প্রতি মাসে ২৭০ টাকা পানির বিল দিতে হচ্ছে। এ বিষয়ে পৌরসভায় অভিযোগ করেও কোন কাজ হয়নি। একই কথা জানান ওই ওয়ার্ডের বাসিন্দা লাকি খাতুনসহ আরো অনেকেই। বেজপাড়া তালতলা এলাকার বাসিন্দা খলিলুর রহমান জানান, তাদের এলাকায়ও পৌরসভার সাপ্লাই পানির গতি আগের চেয়ে অনেক  কমে গেছে। এক বালতি পানি ভরতে এক ঘন্টা সময় লেগে যাচ্ছে।  সাপ্লাই পানিতে ময়লা ও দুর্গন্ধ বের হচ্ছে, যা ব্যবহারের অনুপযোগী। পানি সঠিক ভাবে না পেলেও প্রতি মাসে বিল পরিশোধ করতে হচ্ছে। একই কথা জানান ওই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান, অলিয়ার রহমান।এ ব্যাপারে পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি শাখা) জানান, খুব শীঘ্রই নষ্ট হয়ে যাওয়া ১০ পানির পাম্প মেরামত করা হবে। তা না হলে বিকল্প ব্যবস্থা করবো।

এই বিভাগের আরোও খবর

Logo