চিরিরবন্দরে ছাত্রশিবিরের সাবেক সভাপতিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ এপ্রিল , ২০২৫ ১৩:৩৬ আপডেট: ১৫ এপ্রিল , ২০২৫ ১৩:৩৬ পিএম
চিরিরবন্দরে ছাত্রশিবিরের সাবেক সভাপতিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
দিনাজপুর চিরিরবন্দর উপজেলা সাবেক ছাত্রশিবিরের সভাপতিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা

দিনাজপুর চিরিরবন্দর উপজেলা সাবেক ছাত্রশিবিরের সভাপতিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) দিবাগত রাতে গুরুতর আহত সাবেক ছাত্রশিবির নেতাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। 

গুরুতর আহত সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা অফিস সম্পাদক হাবিবুর রহমান (৩২) চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আকাব উদ্দিনের ছেলে।

চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় স্থানীয়রা হামলাকারী আমিনুল ইসলামকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, রোববার রাত ১১টার দিকে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক হাবিবুর রহমান নিজ বাড়িতে যাওয়ার পথে আমিনুল ইসলামের নেতৃত্বে ৮ জনের একটি দুর্বৃত্ত দল হাবিবুর রহমানের চলন্ত মোটরসাইকেলে ওপর হামলা চালায়। এ সময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে মাথায় হেলমেট থাকায় তেমন ক্ষতি না হলেও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত করে। ডান হাতের মারাত্মকভাবে জখম হয়। পরে আহত হাবিবুর রহমানের আত্মচিৎকারে আশপাশের লোকজনেরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় হামলাকারী আমিনুল ইসলাম পাশের এক বাড়িতে লুকিয়ে পড়লে স্থানীয়রা তাকে ধরতে সক্ষম হয়। পরে স্থানীয়রা হামলাকারী আমিনুল ইসলামকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। 

এই বিভাগের আরোও খবর

Logo