ছাত্র আন্দোলন সভাপতি মাসুদ রানা জুয়েলকে আটকের নিন্দা এবং প্রতিবাদ

মোঃ আব্দুল মোতালেব প্রকাশিত: ২৭ জুলাই , ২০২৪ ১২:৩৮ আপডেট: ২৭ জুলাই , ২০২৪ ১২:৩৮ পিএম
ছাত্র আন্দোলন সভাপতি মাসুদ রানা জুয়েলকে আটকের নিন্দা এবং প্রতিবাদ
বৃহষ্পতিবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, "ইতিবাচক ধারায় ছাত্র রাজনীতি করা মাসুদ রানা জুয়েল এনডিএম এর আদর্শকে ধারণ করে সবসময় নিপীড়িত ছাত্র-জনতার পক্ষে রাজপথে সরব থেকেছে। আমাদের কোন নেতা-কর্মী সহিংসতা বা উগ্র কর্মকান্ডের সাথে জড়িত নয়। আমি ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েলকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।

চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতারের অংশ হিসাবে আটক এনডিএম এর সহযোগী সংগঠন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েলকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন -এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বৃহষ্পতিবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ববি হাজ্জাজ বলেন, "ইতিবাচক ধারায় ছাত্র রাজনীতি করা মাসুদ রানা জুয়েল এনডিএম এর আদর্শকে ধারণ করে সবসময় নিপীড়িত ছাত্র-জনতার পক্ষে রাজপথে সরব থেকেছে। আমাদের কোন নেতা-কর্মী সহিংসতা বা উগ্র কর্মকান্ডের সাথে জড়িত নয়। আমি ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েলকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।

অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একইসাথে চলমান আন্দোলনে নিহত এবং আহত সকল শিক্ষার্থী এবং সাধারণ জনতার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে। রাষ্ট্রীয় মদদে এসব হত্যাকান্ড প্রমাণ করে দেশে এক ভয়াবহ ফ্যাসিবাদ কায়েম হয়েছে। আমরা প্রতিটি হত্যাকান্ড এবং সহিংসতারর নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ বিচার দাবি করি। একইসাথে ঢালাওভাবে বিরোধী মত এবং পথের নেতা-কর্মীদের গ্রেফতার বন্ধ করে রাজনৈতিকভাবে সংকট সমাধানে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।"

এই বিভাগের আরোও খবর

Logo