জনপ্রিয় মিজুর হালিম দোকানে লুটপাট ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ এপ্রিল , ২০২৫ ১৩:৪৬ আপডেট: ১৪ এপ্রিল , ২০২৫ ১৩:৪৬ পিএম
জনপ্রিয় মিজুর হালিম দোকানে লুটপাট ভাঙচুর

গত ১১ এপ্রিল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামের বিভৎস্য ঘটনার জেরকে কেন্দ্র করে ছড়িয়ে পরে রাণীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় (কাউন্সিল বাজার ও চেকপোস্ট বাজারে) ও ৬ নং কাশিপুর (বটতলী) এ জাতিগত দাঙ্গা সৃষ্টিতে তৎপর চিহ্নিত একটি মহল ও পতিত ফ্যাসিজমের কিছু গুপ্তচর।শান্তিপূর্ণ মিছিলের নামে ধর্মগড় কাশিমপুর হয়ে ঐ মিছিলটি ঢুকে পড়ে চেকপোস্ট বাজারে। মিছিলটি ঢুকেই ভাংচুর ও লুটপাট শুরু করেন।এতে শুধু মিজুর হালিম দোকান থেকেই এক লক্ষ সত্তর হাজার টাকা,২০ থেকে ত্রিশ হাজার টাকার হালিম ও ৫  কেশ স্পিড লুট করে ঐ সন্ত্রাসী বাঙালি গোষ্ঠী। এমনটি অভিযোগ করেছেন জনপ্রিয় হালিম বিক্রেতা মিজু। এছাড়াও পুরো চেকপোস্ট বাজারে এই লুটপাট ও ভাঙচুর চালায় সন্ত্রাসী বাঙাল গোষ্ঠীটি । এতে পুরো চেকপোস্ট সহ আশেপাশের সকল বাজারের ব্যবসায়ী গন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার দাবি করেন।

এই বিভাগের আরোও খবর

Logo