গত ১১ এপ্রিল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামের বিভৎস্য ঘটনার জেরকে কেন্দ্র করে ছড়িয়ে পরে রাণীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় (কাউন্সিল বাজার ও চেকপোস্ট বাজারে) ও ৬ নং কাশিপুর (বটতলী) এ জাতিগত দাঙ্গা সৃষ্টিতে তৎপর চিহ্নিত একটি মহল ও পতিত ফ্যাসিজমের কিছু গুপ্তচর।শান্তিপূর্ণ মিছিলের নামে ধর্মগড় কাশিমপুর হয়ে ঐ মিছিলটি ঢুকে পড়ে চেকপোস্ট বাজারে। মিছিলটি ঢুকেই ভাংচুর ও লুটপাট শুরু করেন।এতে শুধু মিজুর হালিম দোকান থেকেই এক লক্ষ সত্তর হাজার টাকা,২০ থেকে ত্রিশ হাজার টাকার হালিম ও ৫ কেশ স্পিড লুট করে ঐ সন্ত্রাসী বাঙালি গোষ্ঠী। এমনটি অভিযোগ করেছেন জনপ্রিয় হালিম বিক্রেতা মিজু। এছাড়াও পুরো চেকপোস্ট বাজারে এই লুটপাট ও ভাঙচুর চালায় সন্ত্রাসী বাঙাল গোষ্ঠীটি । এতে পুরো চেকপোস্ট সহ আশেপাশের সকল বাজারের ব্যবসায়ী গন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার দাবি করেন।