জমী সন্ক্রান্ত বিরোধের জেরে বিএনপির নেতার উপর আওয়ামিলীগ সন্ত্রাসী দের হামলা

মোঃ ওসমান হারুন চৌধুরী প্রকাশিত: ১০ সেপ্টেম্বর , ২০২৪ ১১:৪৫ আপডেট: ১০ সেপ্টেম্বর , ২০২৪ ১১:৪৫ এএম
জমী সন্ক্রান্ত বিরোধের জেরে বিএনপির নেতার উপর আওয়ামিলীগ সন্ত্রাসী দের হামলা
গত ৭ সেপ্টম্বর দুপুরে আনুমানিক ১/৩০ টার সময় বাড়ীর উঠানে আবছার মিয়ার মা সালমা খাতুন ৫০ ও তার স্ত্রী রাশেদা বেগম কর্মরত আবস্থায় অতির্কিত মারধর করতে থাকে স্থানীয আওয়ামিলীগের সন্ত্রাসীরা। হইহুল্লুর চিৎকার চেছামেছিতে দৌড়ে বাহির থেকে আবছার মিয়া বাড়ীতে ঢুকলে আওয়ামি যুবলীগের সন্ত্রাসী রেজাউল করিম অস্ত্রের মুখে আবছার মিয়াকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

চট্টগ্রামের চন্দনাইশ উপজিলার ১০নং ধোপাছড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ধোপাছড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবছার মিয়া ও তার পরিবার আওয়ামি সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গত ৭ সেপ্টম্বর দুপুরে আনুমানিক ১/৩০ টার সময় বাড়ীর উঠানে আবছার মিয়ার মা সালমা খাতুন ৫০ ও তার স্ত্রী রাশেদা বেগম কর্মরত আবস্থায় অতির্কিত মারধর করতে থাকে স্থানীয আওয়ামিলীগের সন্ত্রাসীরা। হইহুল্লুর চিৎকার চেছামেছিতে দৌড়ে বাহির থেকে আবছার মিয়া বাড়ীতে ঢুকলে আওয়ামি যুবলীগের সন্ত্রাসী রেজাউল করিম অস্ত্রের মুখে আবছার মিয়াকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এলাকার লোকজনের ধাওয়া খেয়ে সন্ত্রসীরা পালিয়ে যায়। এই ব্যপারে পুলিশ তদন্ত কেন্দ্র ধোপাছড়ীত আবছার মিয়া বাদী হয়ে এজাহার দাখিল করে। এজাহার ভুক্ত বিবাদীরা হলেন ১/ আবদুল জব্বার ৪৬ পিতা মৃত আবদু রহমান, ২/ আবদুল কাদের ৩৬ পিতা ছিদ্দিক আহমদ, উভয় সাং পশ্চিম ধোপাছড়ী, ৫ নং ওয়ার্ড। ৩/রেজাউল করিম ৩১ পিতা মৃত আবুল কালাম, ৪/বোরহান উদ্দিন ২৩ পিতা আবদুল গফুর, উভয় সাং পূর্ব ধোপাছড়ী, ১নং ওয়ার্ড। ৫/ আবদুল মালেক ৩৩ পিতা মৃত ছিদ্দিক আহমদ, ৬/ আবছার উদ্দিন ৩২ পিতা বয়েরা নুরু, ৭/নাছিমা আক্তার ৩৫ স্বামী আবুল বশর, ৮/ মমতাজ বেগম ৪২ স্বামী মাহামদি, ৯/মোঃ মিজান ১৯পিতা আলীআহমদ সর্ব সাং পশ্চিম ধোপাছড়ী ৫ নং ওয়ার্ড। 

উল্লেখ্য ঘটনার সুত্রপাত ২একর (৪কানি) জামীর মূল মালিক চন্দনাইশ উপজিলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধূরী।আবছার মিয়া ঐ জমী দেখা শুনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এই সুবাদে ক্ষমতার অপব্যাবহার করে আওয়ামি সন্ত্রাসীরা এই জমী গুলি দখল করে রাখে। বাদী আবছার মিয়া ও এলাকাবাশির অভিযোগ করে বলেন ১নং বিবাদী আওয়ামি সন্ত্রাসী দিয়ে নিরহ জনগনের জমী দখল, চাঁদা বাজি কার্যক্রম পরিচালনা করত। 


এই বিভাগের আরোও খবর

Logo