জলঢাকা থানায় পাথর ভর্তি ট্রাকে ৩৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

মোঃ আব্দুল আলিম প্রকাশিত: ১ জুলাই , ২০২৪ ১৭:৫৭ আপডেট: ১ জুলাই , ২০২৪ ১৭:৫৭ পিএম
জলঢাকা থানায় পাথর ভর্তি ট্রাকে ৩৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
আটক কালে দুইজন ট্র্যাক হইতে নেমে দৌড়ে পালানোর চেষ্টা কালে অফিসার ও ফোর্সের সহযোগিতায় (০১) চালক মোঃ সোহেল রানা ও মিঠু (২৭), পিতা- মোঃ ফারুক হোসেন, মাতা-মোছাঃ মেরিনা বেগম, (২) মোঃ হুমায়ন কবির জসিম (২৫), পিতা- মোঃ হোসেন আলী, মাতা মোছাঃ জোসনা বেগম, উভয় সাং- বাউরা নবীনগর (ঝুমুর আলীর বাজারের পার্শ্বে), খানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাটদের আটক করেন।

ভিনব কায়দায় ১ জুলাই সকাল ০৮ঃ৩০ ঘটিকায় জলঢাকা থানায় পাথর ভর্তি ট্রাকে ৩৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন এস আই মোঃ আবু বক্কর সিদ্দিক (নিঃ) সঙ্গীয় ফোর্স সহ জলঢাকা থানার পুর্ব বালাগ্রাম মৌজাস্থ মন্তের ডাংগা বাজারে জিয়া টেলিকম নামক দোকানের সামনে ডিমলা -জলঢাকা গামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা কালে একটি টাটা হলুদ রঙের পাথর বোঝাই  ট্রাক যাহার রেজিস্ট্রেশন নং-রংপুর মেট্রো -ট ১১-০০৭৪ আটক করেন।

আটক কালে দুইজন ট্র্যাক হইতে নেমে দৌড়ে পালানোর চেষ্টা কালে অফিসার ও ফোর্সের সহযোগিতায় (০১) চালক মোঃ সোহেল রানা ও মিঠু (২৭), পিতা- মোঃ ফারুক হোসেন, মাতা-মোছাঃ মেরিনা বেগম, (২) মোঃ হুমায়ন কবির জসিম (২৫), পিতা- মোঃ হোসেন আলী, মাতা মোছাঃ জোসনা বেগম, উভয় সাং- বাউরা নবীনগর (ঝুমুর আলীর বাজারের পার্শ্বে), খানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাটদের আটক করেন।

তল্লাশি কালে তাহাদের দেখানো মতে পাথর বোঝাই ট্রাকের বড়ির সামন হইতে অনুমান ০২ (দুই) হাত দূরে বিশেষ কায়দায় পাথরের নিচে লুকায়িত অবস্থায় ০২ (দুই) টি কাপড়ের তৈরি ট্রাভেল ব্যাগে, যাহা ব্যাগ দুইটির মুখে চেইন দ্বারা আটকানো, ব্যাগ দুইটি প্রিন্টের কালো, খয়েরী ও হালকা গোলাপী রংয়ের। উক্ত ব্যাগ ০২ টির ভিতরে রাখা (১৭২+১৭৩) ৩৪৫ (তিনশত পয়তাল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন। রাত্রি  ০০.১০ ঘটিকায় জব্দ তালিকা প্রস্তুতপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। এসময়  উদ্ধার করা হয় 

এসময় ০২টি কাপড়ের তৈরি ট্রাভেল ব্যাগের ভিতরে রক্ষিত মোট (১৭২+১৭৩)-৩৪৫ (তিনশত পয়তাল্লিশ) বোতল কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল।ও একটি টাটা হলুদ রঙের পাথর বোঝাই ট্রাক যা রেজিস্ট্রেশন নং-রংপুর মেট্রো -ট ১১-০০৭৪। ০২ (দুই) টি কাপড়ের তৈরি ট্রাভেল ব্যাগে, যাহা ব্যাগ দুইটির মুখে চেইন দ্বারা আটকানো, ব্যাগ দুইটি প্রিন্টের কালো, খয়েরী ও হালকা গোলাপী রংয়ের ছিলএসময় অভিযুক্ত আসামিদের নাম ঠিকানা (০১) চালক মোঃ সোহেল রানা ওরফে মিঠু (২৭), পিতা- মোঃ ফারুক হোসেন, মাতা-মোছাঃ মেরিনা বেগম, (২) মোঃ হুমায়ন কবির জসিম (২৫), পিতা- মোঃ হোসেন আলী, মাতা মোছাঃ জোসনা বেগম, উভয় সাং- বাউরা নবীনগর (ঝুমুর আলীর বাজারের পার্শ্বে), থানা-পাটগ্রাম, জেলা-লালমনিরহাট।

তবে পলাতক আসামিদের নাম ঠিকানা পাওয়া যায় নাই।এ সংক্রান্তে জলঢাকা থানার মামলা নং-০১, তারিখ-০১ জুলাই ২০২৪ খ্রিঃ, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৩(গ)/১৪(গ)/৪১ রুজু করা হয়েছে। এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার এর সাথে কথা হলে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে জলঢাকা থানায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান অব্যাহত আছে।

এই বিভাগের আরোও খবর

Logo