আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে। জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন এ স্লোগানে গতকাল রবিবার জেলা প্রশাসন ও যশোর পৌরসভার আয়োজনে যশোর কালেক্টরেট চত্বরে এ দিবসটি উপলক্ষে র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আজহারুল ইসলাম।
র্যালিটি যশোর কালেক্টারেট চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কালেক্টারেট চত্বরে এসে শেষ হয়। এরপর কালেক্টারেট সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী অফিসার শারমিন আক্তার। আরোও বক্তব্য রাখেন, নওয়াপড়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা সেলিম রেজা, রামনগর ইউনিয়নের প্রশাসনিক কর্মকতা মিজানুর রহমান। উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, যশোর পৌরসভার নির্বাহী কর্মকতা নাবিল হোসেন।