ঠাকুরগাঁওয়ে জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

মোঃ শফিকুল ইসলাম দুলাল প্রকাশিত: ২৩ জানুয়ারী , ২০২৪ ১০:২৬ আপডেট: ২৩ জানুয়ারী , ২০২৪ ১০:২৬ এএম
ঠাকুরগাঁওয়ে জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।২৩ জানুয়ারি মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।২৩ জানুয়ারি মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সভায় আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, সিভিল সার্জন ডাঃ নূর নেওয়াজ আহমেদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সিরাজুল ইসলাম, জেলা বিএমএ’র সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডাঃ আবু মোঃ খয়রুল কবীর, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ তোজাম্মেল হক, ডাঃ রোকেয়া সাত্তার, ডাঃ রেজাউল করিম শিপলু,ডাঃ শেখ মাসুদ, ডাঃ সাজ্জাদুর হায়দার শাহীন, ডাঃ রাকিবুল আলম চয়ন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। 

সভায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও হাসপাতালে রোগীদের ভর্তির সময় জাতীয় পরিচয়পত্র গ্রহন করা হবে এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বেশকিছু গুরুত্বপুর্ন পদক্ষেপ গ্রহনের বিষয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo