ডাকাতির পর মাটিতে কিরিচ গেঁথে নিশানা রেখে গেলেন

জাকির হোসেন সৈকত প্রকাশিত: ৭ মার্চ , ২০২৪ ১৬:১৮ আপডেট: ৭ মার্চ , ২০২৪ ১৬:১৮ পিএম
ডাকাতির পর মাটিতে কিরিচ গেঁথে নিশানা রেখে গেলেন
অস্ত্রের মুখে ঘরের সকলকে বেঁধে ও জিম্মি করে মারধর করে। পরে ঘরে রক্ষিত স্বর্ণাংলাকার ও অর্থ লুটে নিয়ে ডাকাতি শেষে বাড়ির অদূরে বড় কিরিচ মাটিতে গেঁথে রেখে নিশানা রেখে গেল ডাকাত দল।

অস্ত্রের মুখে ঘরের সকলকে বেঁধে ও জিম্মি করে মারধর করে। পরে ঘরে রক্ষিত স্বর্ণাংলাকার ও অর্থ লুটে নিয়ে ডাকাতি শেষে বাড়ির অদূরে বড় কিরিচ মাটিতে গেঁথে রেখে নিশানা রেখে গেল ডাকাত দল।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে বুধবার (৬মার্চ) দিনগত রাতে এই ঘটনা ঘটে। ৯৯৯ এর সংবাদ এর ভিত্তিতে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরর প্রস্তুতি চলছে।পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের মিজির বাড়ির হারিছ উদ্দিন মিজির ছেলে আব্দুল কাদির বকুল জানান, বুধবার দিনগত রাত ২টার দিকে অস্ত্রধারী ৮/৯ জনের মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। পরে আমাদের ঘরের এক এক করে সকলকে বেঁধে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার লুট করে তারা নিয়ে যায়।

ডাকাত দল চলে যাওয়ার পর তারা ৯৯৯ ফোন দিলে পুলিশ ভোরবেলা এসে ঘটনাস্থল পরিদর্শন করে।এদিকে সকালে বাড়ি থেকে বের হলে বাড়ির রাস্তার উপর ডাকাত দলের নিশানা হিসেবে মাটি গেঁথে রাখা একটি বড় কিরিচ দেখতে পায়। থানায় নিখিথ অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।ফরিদগঞ্জ থানার (ওসি)তদন্ত প্রদীপ মন্ডল, ৯৯৯ এর কলের ভিত্তিতে থানাপুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত চলছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে পৌর এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

এই বিভাগের আরোও খবর

Logo