ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন জন হতাহতের ঘটনা ঘটেছে। এতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূ মাহিনূর বেগম (৪০)। জানা যায়, চাঁদপুর সদরের বাবুরহাটে একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চতুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় সিএনজিটি। এ সময় সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হন।
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন জন হতাহতের ঘটনা ঘটেছে। এতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূ মাহিনূর বেগম (৪০)। জানা যায়, চাঁদপুর সদরের বাবুরহাটে একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চতুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় সিএনজিটি। এ সময় সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিনুর বেগমকে চাঁদপুর হাসপাতালে প্রেরণ করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে মাহিনের বেগম মৃত্যু হয়। মাহিনুর বেগম উপজেলার ১৫নং রুপসা ইউনিয়ন চর মুগুয়া গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা।
এদিকে আহত অবস্থায় সিএনজির ড্রাইভার ইসমাইল সহ ১ জন ফরিদগঞ্জ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মাহিনুর বেগমের বোনের জামাতা দেলোয়ার হোসেন বলেন, শারীরিক সুস্থতা নিয়ে বাবুর হাটে একটি পাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য মাইনুর বেগম জান। চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে চতুরা একটি মোটরসাইকেল কে ওভারটেক করতে গিয়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে পেলে। এ সময় মাহিনুর বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় বিকেলেই তিনি মারা যান।