দেবহাটায় রপ্তানিযোগ্য গলদা ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করায় রবিউল ইসলাম নামের এক ডিপো মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান পারুলিয়া মৎস্য সেড সংলগ্ন রবিউল ইসলামের মালিকানাধীন আশিক ফিস নামের রপ্তানিযোগ্য চিংড়ির ডিপোতে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টের আদেশে অর্থদ্বন্ডের পাশাপাশি অপদ্রব্য মৎস্য অফিসারদের সাথে নিয়ে পরে অপদ্রব্য পুশের সত্যতা পেয়ে মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিপো মালিক রবিউলকে ৪০ হাজার টাকা জরিমানা সহ অপদ্রব্য পুশকৃত গলদা ও বাগদা চিংড়ি জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করার আদেশ দেয়া হয়েছে। পাশাপাশি সংবাদকর্মীদের ধন্যবাদও জানিয়েছেন ইউএনও মো. আসাদুজ্জামান।