দৈনিক আজাদী সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ১ ফেব্রুয়ারী , ২০২৪ ০৫:৩৮ আপডেট: ১ ফেব্রুয়ারী , ২০২৪ ০৫:৩৮ এএম
দৈনিক আজাদী সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ
চট্টগ্রামের স্বনামধন্য আঞ্চলিক দৈনিক পত্রিকা আজাদী সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত দশ কোটি টাকার মানহানীর ক্ষতিপূরন মামলা খারিজ করে দিয়েছেন পটিয়ার বিজ্ঞ যুগ্ন জেলা জজ নাজমুল হোসেনের আদালত।

চট্টগ্রামের স্বনামধন্য আঞ্চলিক দৈনিক পত্রিকা আজাদী সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত দশ কোটি টাকার মানহানীর ক্ষতিপূরন মামলা খারিজ করে দিয়েছেন পটিয়ার বিজ্ঞ যুগ্ন জেলা জজ নাজমুল হোসেনের আদালত।

বিবাদী র আইনজীবী সুত্রে জানাযায় মানী মামলা নং ০১/২০২১মামলার বাদী হাজী ইয়ামিন আক্তার,স্বামী : মরহুম হাজী জয়নাল আবেদীন ও তৎপুত্র ওমর ফারুক, সাং বৈরাগ আমানুল্লাহ পাড়া,৯ নং ওয়ার্ড, থানা: আনোয়ারা, চট্টগ্রাম কতৃক দৈনিক আজাদী সম্পাদক আলহাজ্ব এম এ মালেক ও আনোয়ারা প্রতিনিধি সাংবাদিক নুরুল ইসলাম সহ সর্বমোট ১৮ জনকে বিবাদী করে গত ২৫ জানুয়ারি ২০২১ ইং মামলাটি উক্ত আদালতে দায়ের করেন। মামলায় বাদী পক্ষ বিবাদীগণের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আবেদন করেন। 

দৈনিক আজাদী র পক্ষে বিজ্ঞ কৌশলী আদালতে এধরণের মামলা সংবিধানের বাক স্বাধীনতা, অবাধ তথ্যপ্রবাহ ও বাক স্বাধীনতার পরিপন্থী বিধায় অচল অরক্ষণীয় ও খারিজযোগ্য মর্মে আর্জি খারিজ এ-র দরখাস্ত দেন।দুতরফা শুনানির সূত্রে আদালত মামলাটি খারিজ করে দেন।উল্লেখ্য ১৩ মার্চ ২০২০ ইং দৈনিক আজাদী পত্রিকার নবম পৃষ্ঠায় " আনোয়ারায় ভূমি বিরোধের জের, আওয়ামী লীগ নেতাকে ফেসবুকে হত্যার হুমকি" শিরোনামে সংবাদ প্রকাশ করে এবং ২২-০৩-২০২০ ইং তারিখে আজাদীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশ করা হয়। অন্যান্য বিভিন্ন পত্রিকায়ও একই বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও শুধু আজাদী কে বিবাদী করা হয়। দৈনিক আজাদী আনোয়ারা থানার একটি জিডি র ভিত্তিতে উক্ত সংবাদ প্রকাশ করে। 

দৈনিক আজাদী র পক্ষে মামলা পরিচালনা করেন বিশিষ্ট আইনবিদ এডভোকেট জিয়া হাবীব আহসান, এড হাসান আলী,এড বদীরুল হাসান,এড.রহিমা বেগম রিমি প্রমূখ।বাদী পক্ষে নোটিশ প্রদান করেন এড.আলহাজ্ব কাজী নূর মোহাম্মদ ও মামলা পরিচালনা করেন এড. কবি শেখর নাথ, এড. টিপু কুমার নাথ প্রমূখ ।

এই বিভাগের আরোও খবর

Logo