চন্দনাইশের সবচেয়ে অবহলিত প্রাকৃতিক সোভার নয়নাভিরাম পাহাড় ঘীরা সাঙ্গু নদী বেষ্টিত ১০ নং ধোপাছড়ী ইউনিয়নে ৪ অক্টোবর ২৪ সন্ধ্যয় ধোপাছড়ী বাজারস্থ মোঃ শহিদের সভাপতিত্বে বিশাল মত বিনিময় সভা অনুষ্ঠত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজিলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নুরুল হুদা বাবর, বিষেশ অতিথি ছিলেন বার বার কারা নর্যাতিত, স্থানীয় আওয়ামি সন্ত্রাসীদের হাতে নির্যাতিত নেতা ধোপাছড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক মুজিবুল হক খোকা মেম্বার, সদস্য সচিব মোজাম্মেল হোক মেম্বার, চন্দনাইশ উপজিলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক ওসমান চৌধূরী, ধোপাছড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাসেম, মোঃ আফছার মিয়া, উপজিলা জাসাসের সদস্য সচিব মোঃ মিজান, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা মহিম, ১নং ওয়ার্ড সভাপতি মোঃ আফছার, সাঃ সম্পাদক রুবেল।
ছাত্রদলের পক্ষে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রনেতারা বিগত আওয়ামি সন্ত্রাসীদের হাতে নির্যাতনের অবর্ণনীয় কাহিনী বর্ণনা করেন। বর্তমানে পালাতক স্থানীয় চেয়ার ম্যান আঃ আলিম অতি উৎসাহিত হয়ে বিভিন্ন ছাত্রদলের ছেলেদের কে বাজারে ক্ষমতার অপব্যাবহর করে চৌকিদারের মাধ্যমে ডেকে এনে শহিদ জিয়া,বেগম খালেদা জিয়া, ও তারেক রহমানের ছবি সম্বলিত গেঞ্জি গায়ের থেকে খুলে হাজার উৎসুক জনতার সামনে আগুন দিয়ে পোড়ানোর কথা বলেন এবং এর দৃষ্টান্ত শাস্তির দাবি করেন।
ছাত্রনেতারা হলেন ৬নং ওয়ার্ডের রবিউল ইসলাম,ওমর ফারুক জিমেইল, রিফাত, অলি আহমদ বীর বিক্রম কলেজ ছাত্রদলের সদস্য রিফাত, ৫নং ওয়ার্ডর ইরফান প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে বলেন ছাত্রদল হচ্ছে সুসজ্জিত সংঘটন, ছত্রদলের সকল নেতা কর্মিদের কে বলেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে নিপীড়ত জনগনের পাশে থাকার আহবান জানান।