নকলার নবাগত ওসিকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর , ২০২৪ ১৬:৫৪ আপডেট: ২৪ সেপ্টেম্বর , ২০২৪ ১৬:৫৪ পিএম
নকলার নবাগত ওসিকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা
বুধবার ( ২৪সেপ্টেম্বর ) বিকালে নকলা থানার অফিসকক্ষে জামাতের ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময় নকলা থানার নবাগত ওসি জনাব হাবিবুর রহমান , বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা শাখার আমির গোলাম সারোয়ার, সেক্রেটারি মো: শরীফ , সাবেক আমির মুফতি খাদীমুল ইসলাম, পৌর আমির মাওলানা শাহজাহান , লৎফর রহমান ফিরুজ, আতিক আলম ও নকলা প্রেসক্লারের সদস্য রেজাউল হাসান সাফিতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেরপুরের নকলায় নবাগত (ওসি) জনাব হাবিবুর রহমানকে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে  ফুলেল শুভেচ্ছা  প্রদান।

বুধবার ( ২৪সেপ্টেম্বর ) বিকালে  নকলা থানার অফিসকক্ষে জামাতের ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এসময়  নকলা থানার নবাগত  ওসি জনাব হাবিবুর রহমান  , বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা শাখার আমির গোলাম সারোয়ার, সেক্রেটারি মো: শরীফ , সাবেক আমির মুফতি খাদীমুল ইসলাম, পৌর আমির মাওলানা শাহজাহান , লৎফর রহমান ফিরুজ, আতিক আলম ও নকলা প্রেসক্লারের সদস্য রেজাউল হাসান সাফিতসহ স্থানীয় নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

আমির গোলাম সারোয়ার  বলেন, জামায়াত ও ছাত্রশিবির কোনো সহিংসতা রাজনীতি পছন্দ করে না। এখন দেশের একটা ক্রান্তিকাল চলছে। আমাদের সবার চোখ কান খোলা রাখা উচিৎ , কেউ যাতে উল্টো পাল্টা সুযোগ না নিতে পারে।  তারা দেশের শান্তি চায় না।  জামায়াতে ইসলামী  উপজেলার প্রতিটি হিন্দু মন্দিরে পরিদর্শন করে তাদের নিরাপদে বসবাস করার আশ্বাস দিচ্ছে।তিনি আরও বলেন, আমি আপনার কাছে আশ্বাস দিচ্ছি জামায়াত কোনো দলের ওপর হামলা করবে না। আওয়ামী লীগ সব সময় শত্রু আমাদের ভাবতো, এখন তারাসহ সাধারণ জনগণ আমাদের সবচেয়ে বেশি নিরাপদ  মনে করছে এবং আমরাও সবার সার্বিক খুজ নিচ্ছি।এসময় তিনি নকলা থানার ওসিকে সার্বিকভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এই বিভাগের আরোও খবর

Logo