নকলা উপজেলা পরিষদে ও পৌরসভায় প্রশাসক নিযুক্ত হলেন যারা

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ২০ আগস্ট , ২০২৪ ১৫:৪৪ আপডেট: ২০ আগস্ট , ২০২৪ ১৫:৪৪ পিএম
নকলা উপজেলা পরিষদে ও পৌরসভায় প্রশাসক নিযুক্ত হলেন যারা
১৮ আগস্ট রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক প্রথক প্রজ্ঞাপনের মাধ্যমে অপসারণ ও নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত প্রশাসকগন অফিস আদেশ মোতাবেক নিজ নিজ কর্মস্থলে পরবর্তী কার্যক্রম শুরু করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সারাদেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নকলা পৌরসভার মেয়রকে অপসারণ করার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-কে নকলা উপজেলা পরিষদে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মনিরুল হাসান-কে নকলা পৌরসভায় প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

১৮ আগস্ট রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক প্রথক প্রজ্ঞাপনের মাধ্যমে অপসারণ ও নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত প্রশাসকগন অফিস আদেশ মোতাবেক নিজ নিজ কর্মস্থলে পরবর্তী কার্যক্রম শুরু করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলা পরিষদে প্রশাসক নিযুক্ত হয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। শেরপুর সদর উপজেলা পরিষদে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, নকলা উপজেলা পরিষদে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা, ঝিনাইগাতী উপজেলা পরিষদে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল ও শ্রীবরদী উপজেলা পরিষদে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ-কে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এছাড়া শেরপুর পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, নালিতাবাড়ী পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন, নকলা পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মনিরুল হাসান ও শ্রীবরদী পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান-কে প্রশাসক নিযুক্ত করা হয়েছে।উল্লেখ্য, প্রজ্ঞাপনে সারাদেশে মোট ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়। এর মধ্যে ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ৩২৩টি পৌরসভার মেয়র রয়েছেন।

এই বিভাগের আরোও খবর

Logo