শেরপুরের নকলা পৌরশহরের সমন্বয় কমিটির বাজেট সংক্রান্ত বিশেষ সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ৮৭ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ১৬৩ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে।
শেরপুরের নকলা পৌরশহরের সমন্বয় কমিটির বাজেট সংক্রান্ত বিশেষ সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ৮৭ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ১৬৩ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে।
নতুন কোন প্রকার করারোপ ছাড়া বুধবার (২৯ মে) দুপুরের দিকে পৌরসভার মিলনায়তনে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন এই বাজেট ঘোষণা করেন।
পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্ভাব্য বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মনিরুল হাসান আজাদ।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মো. মনিরুল হাসান আজাদের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বিদুৎ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল রেখা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক শফিউল আলম লাভলু, কম্পিউটার অপারেটর আশিকুর রহমান জুয়েল ও সহকারী কর আদায়কারী গৌড় দেবনাথ প্রমুখ।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, কর আদায়কারী মো. মুনছুর আলী, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন, প্যানেল মেয়র মোঃ ইন্তাজ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ সুফিয়া বেগম, জমিলা বেগম ও সুফিয়া বেগম; সাধারণ কাউন্সিলর মোঃ জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মোঃ ফরিদ আহম্মেদ লালন, মোঃ তোতা মিয়া, মোঃ জিয়াউল হক, মোঃ ইয়াদ অলী ও মোঃ রফিকুল ইসলাম; টিকাদান সুপারভাইজার মুকলেছুর রহমান, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপন, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, সদ্য নিয়োগপ্রাপ্ত সুপার ভাইজার রাজনসহ নকলা পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন, সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক যুগ্মসাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, সদস্য রেজাউল হাসান সাফিত ও তরুণ সাংবাদিক হাসান মিয়াসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় জনগণ, সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম-মোয়াজ্জেম ও স্থানীয় সুধিজনরা উপস্থিত ছিলেন।
ঘোষিত বাজেটে রাজস্ব খাত থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১০ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ২১৩ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৯ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৩৪৪ টাকা। উন্নয়ন খাত থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৭৫ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার ৪৩৫ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৭৫ কোটি ৪০ লাখ টাকা। মূলধন বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার ৫১৫ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৬০ লাখ টাকা। এই বাজেটে সর্বসাকুল্যে মোট আয় ৮৭ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ১৬৩ টাকা এবং ব্যয় ৮৫ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৩৪৪ টাকা। এতে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ৮১৯ টাকা।