নাটোরের নলডাঙ্গায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধানমাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে সিফাত হোসেন রাফি নামে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। নিহত রাফি ওই ধানমাড়াই মেশিনের চালক ছিলেন বলে জানা গেছে। এ সময় তার সহযোগি জনি আহত হন।
নাটোরের নলডাঙ্গায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধানমাড়াই মেশিনের মুখোমুখি সংঘর্ষে সিফাত হোসেন রাফি নামে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। নিহত রাফি ওই ধানমাড়াই মেশিনের চালক ছিলেন বলে জানা গেছে। এ সময় তার সহযোগি জনি আহত হন।
এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। রোববার ১২ মে বিকাল ৫ টার দিকে উপজেলার নাটোর-নলডাঙ্গা-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মাধনগর বাজে হালতি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত হোসেন রাফি জেলার বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে উপজেলার মাধনগরের বাজে হালতির মাদ্রাসা যাওয়ার সড়ক দিয়ে রাফি ও তার সহযোগি জনি ধানমাড়াই মেশিন নিয়ে নাটোর-নলডাঙ্গা-আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক উঠছিল। এসময় বালু বোঝাই ট্রাক নওগাঁর আত্রাই দিকে যাওয়ার সময় ধান মাড়াই মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ধানমাড়াই মেশিনের চালক সিফাত হোসেন রাফি নিহত এবং তার সহযোগি জনি গুরুতর আহত হয়। এ ঘটনায় বালু বোঝাই ট্রাক জব্দ ও ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
এদিকে বাগাতিপাড়ায় বাশবাড়ীয়া রাফির বাড়িতে শোকের ছায়া রাফির মৃত্যুতে তার মা-বাবা সহপাঠী - এলাকাবাসী শোকহত। আব্দুর রহমানের এক ছেলে ও এক মেয়ে রাফি তার বাবার এক মাত্র ছেলে ছোট একটি বোন রাফি রাজশাহী কলেজে অনার্স প্রথম বর্ষের মেধাবী ছাত্র। পড়াশোনার পাশা পাশি তার বাবাকে কৃষি কাজে সহযোগিতা করত রাফি এই সুত্রে কৃষিযান্তীক ধান মাড়াই মেশিন কেড়ে নিলো রাফির প্রাণ
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ট্রাক ও তার চালক কে আটক করা হয়েছে। নিহত রাফির বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ দিলে ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।