নান্দাইলে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানে অটোরিক্সা বিতরণ

ফরিদ মিয়া প্রকাশিত: ১৯ এপ্রিল , ২০২৫ ১৪:০১ আপডেট: ১৯ এপ্রিল , ২০২৫ ১৪:০১ পিএম
নান্দাইলে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানে অটোরিক্সা বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সৈয়দগাঁও গ্রামের প্রতিবন্ধী আবদুর রহমান (৫৫)কে একটি নতুন অটোরিক্সা হস্তান্তর করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান, সমাজ সেবা অফিসার মিজানুল ইসলাম আকন্দ সহ স্থানীয় বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দিনে নান্দাইল পৌর সভা এলাকায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় সেবা ফাউন্ডেশনের আয়োজনে পৌর সভার ১৯জন হতদরিদ্র পরিবারের মাঝে প্রতিজনকে ২টি করে মোট ৩৮টি ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

এসময় সেবা ফাউন্ডেশনের পরিচালক ইউসুফ আকন্দ মজিবুর, সেবা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান ও বিএনপি নেতা সাইদুর রহমান ফারুক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বুধবার (৯ এপ্রিল) নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক বিদ্যালয়গুলোর কঁচিকাঁচা শিশুদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ক ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা নান্দাইল শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

এই বিভাগের আরোও খবর

Logo