নিউজ রাজৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মাসুদ রেজা ফিরোজী প্রকাশিত: ৮ জুলাই , ২০২৪ ১১:৪৪ আপডেট: ৮ জুলাই , ২০২৪ ১১:৪৪ এএম
নিউজ রাজৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামের আজিজ কাজীরছেলে কামরুল কাজী সাথে একই উপজেলার বাজিতপুর গ্রামের অহিদুল শেখের মেয়ে সুমা আক্তারের গত বছরের ৫ এপ্রিলমাসে বিয়ে হলে। এরপরে সুমার স্বামী কামরুল দক্ষিণ আফ্রিকা চলে যায়। এদিকে সুমার বাবার বাড়ির পরিবার গরীব হওয়াতে

মাদারীপুরের রাজৈরে যৌতুকের দাবিতে সুমা আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার বিচার ও আসামিদেরগ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচীতে অংশগ্রহণ করেছে স্বজন ও এলাকাবাসী।

রোববার (৭ জুলাই) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচীঅনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামের আজিজ কাজীরছেলে কামরুল কাজী সাথে একই উপজেলার বাজিতপুর গ্রামের অহিদুল শেখের মেয়ে সুমা আক্তারের গত বছরের ৫ এপ্রিলমাসে বিয়ে হলে। এরপরে সুমার স্বামী কামরুল দক্ষিণ আফ্রিকা চলে যায়। এদিকে সুমার বাবার বাড়ির পরিবার গরীব হওয়াতে

তার শ্বশুর আজিজ কাজী, শ্বাশুড়ি ফজিলা বেগম, ননদ সানজিদা আক্তার ও দেবর আবু সাঈদসহ পরিবারের সবাই নানা সময়েযৌতুক দাবি করে আসছিলেন। কিন্তু সুমা তার বাবার বাড়িতে থেকে যৌতুক এনে দিতে না পারাতে গত ৩ জুন শ্বশুরবাড়ির লোকজন মিলে সুমাকে নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার লাশ ঘরে ঝুলিয়ে রাখেন। এই ঘটনার পরেনিহতের পিতা রাজৈর থানায় অভিযোগ দায়ের করলেও অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।



এই বিভাগের আরোও খবর

Logo