নিয়ামতপুরে কবরস্থান দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

সবুজ সরকার প্রকাশিত: ২৯ অক্টোবর , ২০২৪ ১৫:৩৬ আপডেট: ২৯ অক্টোবর , ২০২৪ ১৫:৩৬ পিএম
নিয়ামতপুরে কবরস্থান দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
নওগাঁর নিয়ামতপুরে খাস খতিয়ানভুক্ত পুকুর পাড়ে গড়ে ওঠা কবরস্থানের জায়গা জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে

নওগাঁর নিয়ামতপুরে খাস খতিয়ানভুক্ত পুকুর পাড়ে গড়ে ওঠা কবরস্থানের জায়গা জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে পাশ্ববর্তী নাচোল উপজেলার নারায়নপুর এলাকার জশমুদ্দিন ও তার জামাই আনছারুলের বিরুদ্ধে। তাদের মারধরে হাফিজুর রহমান (২৭) নামের এক যুবক গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (২৮ অক্টোবর) উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া এলাকায়।এ ঘটনায় মীরাপাড়া গ্রামের আলতাফ, আতাউর, আশরাফুল, জাহাঙ্গীর,  আলমগীর, মিলন ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নারায়নপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে আনাছারুল এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন পশ্চিম মীরাপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে আবুল কাশেম।অভিযোগ সূত্রে জানা গেছে, পশ্চিম মীরাপাড়া গ্রামের তফির উদ্দিন সরকারি খাস খতিয়ানের পত্তনকৃত ৩৯ দাগের ৩৩ শতক জায়গা গ্রামবাসীর কবরস্থানের জন্য দান করেন। সেই জায়গা গ্রামবাসী মিলে চারিদিকে বেড়া দিয়ে আমগাছ লাগান। সেই জায়গা ওই গ্রামের  ভূমিদস্যুর সহযোগিতায় আনছারুল ৭০-৮০ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে গতকাল সোমবার বিকেলে এসে জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে। গ্রামবাসী বাধা দিলে হাফিজুর রহমান ও শাহনাজ বেগমকে বেধড়ক মারধর করে। পরে স্হানীয়রা হাফিজুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সরোজমিনে গিয়ে দেখা গেছে, পুরো জায়গা জুড়ে আমগাছ লাগানো রয়েছে। বেশ কয়েকটি গাছ কর্তন করে বসতি নির্মাণ করা হয়েছে।মীরাপাড়া গ্রামের মিলন, নজরুল ইসলাম প্রতিনিধিকে জানান, প্রলোভনে পড়ে গ্রামের কিছু দুষ্ট লোকের সহায়তায় আনছারুল ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। কবরস্থানের মতো জায়গাও তারা ছাড় দিচ্ছে না। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন তারা।আনছারুলের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার শশুর তফির উদ্দিনের কাছ থেকে ক্রয় করে নেয়। সেই সুবাদেই আমরা দখলে গেছি।নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, কবরস্থানের জায়গার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo