নিয়ামতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

সবুজ সরকার প্রকাশিত: ২০ জানুয়ারী , ২০২৫ ১৯:৫৩ আপডেট: ২০ জানুয়ারী , ২০২৫ ১৯:৫৩ পিএম
নিয়ামতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন
যথাযোগ্য মর্যাদায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

যথাযোগ্য মর্যাদায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রোববার (১৯ জানুয়ারি) বিকেল তিনটায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ও নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।  যুবদলের যুগ্ম আহ্বায়ক  মেহেদী হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, যুবদলের আহবায়ক মনজুর হোসেন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, শ্রীমন্তপুর বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo