নেত্রকোনা পূর্বধলা উপজেলা কৃষক হত্যা দিবস পালিত

মোহাম্মদ সাগর আহমেদ প্রকাশিত: ১৬ মার্চ , ২০২৪ ০৯:৪১ আপডেট: ১৬ মার্চ , ২০২৪ ০৯:৪১ এএম
নেত্রকোনা পূর্বধলা উপজেলা কৃষক হত্যা দিবস পালিত
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা কৃষক লীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কৃষক লীগের আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা কৃষক লীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কৃষক লীগের আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মজিবর, সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, সাবেক আগিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, নেত্রকোনা জেলার ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ হাসান শরাপ, মাহবুব আলম কাজলসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিএনপি সরকারের আমলে ১৯৯৫ সালের ১৫ মার্চ সারের দাবিতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন নিরীহ কৃষক। কিন্তু এখন কৃষকদের সারের জন্য আর আন্দোলন করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি ও কৃষকবান্ধব সরকারের পক্ষ থেকে লাখ লাখ কৃষককে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ দেয়া হচ্ছে। কৃষিখাতে প্রতিবছর কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার । 

এই বিভাগের আরোও খবর

Logo