নোয়াখালীতে ইয়াবার গডফাদার গ্রেপ্তার, উদ্ধার ১৮৪০ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ এপ্রিল , ২০২৫ ১৫:১৭ আপডেট: ১৯ এপ্রিল , ২০২৫ ১৫:১৭ পিএম
নোয়াখালীতে ইয়াবার গডফাদার  গ্রেপ্তার, উদ্ধার ১৮৪০ পিস ইয়াবা
নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবার গডফাদার হিসেবে পরিচিত মোঃ ইউনুছ ফকিরসহ পাঁচজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে

নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবার গডফাদার হিসেবে পরিচিত মোঃ ইউনুছ ফকিরসহ পাঁচজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১,৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত চাঁদপুর গ্রামের হালিমা-ছাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

১. মোঃ ইউনুছ ফকির (৪৬), পিতা মৃত ইব্রাহিম মিয়া, রাজারামপুর, সেনবাগ, নোয়াখালী  
২. মোঃ ইয়াছিন ওরফে সাইফুল (৪৩), পিতা মৃত শেখ আহম্মেদ, দরাপপুর, দাগনভূঁইয়া, ফেনী  
৩. মনিরুল হাসান ইমন (২৫), পিতা নজরুল ইসলাম, বড়ইতলী, চকরিয়া, কক্সবাজার  
৪. ওয়াশিমা আফরিন ওরফে আফরিন আক্তার (২৬), স্ত্রী ইউনুছ ফকির, রাজারামপুর, সেনবাগ, নোয়াখালী  
৫. রোজিনা আক্তার (২৩), স্ত্রী মনিরুল হাসান ইমন, পিএমখালী, কক্সবাজার  

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৮৪ গ্রাম ওজনের মোট ১,৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।


গ্রেপ্তার হওয়া ইউনুছ ফকির নোয়াখালীর তালিকাভুক্ত ইয়াবার গডফাদার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে নোয়াখালীতে ৫টি, ফেনীতে ৪টি এবং ভোলায় ১টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা স্বীকার করেছে যে, কক্সবাজারের চকরিয়া থেকে ইয়াবা সংগ্রহ করে সেনবাগে নিয়ে আসা হয়। পরে ইউনুছ ফকির, তার স্ত্রী আফরিন এবং সহযোগী ইয়াছিন মিলে তা বিভিন্ন জেলায় পাচার করত।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এই সাফল্যজনক অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা।

এই বিভাগের আরোও খবর

Logo