নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার আনিছুর রহমান ভুঁইয়ার বিরুদ্ধে, অন্যের জমির ধান কেটে নেওয়ার পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের ওয়ার্ডের মেম্বার আনিছুর রহমান ভুঁইয়ার বিরুদ্ধে, অন্যের জমির ধান কেটে নেওয়ার পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে তারই ভাতিজা ইয়াসিন ভূঁইয়া বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, আনিছ মেম্বারের সাথে তারই ভাতিজাদের দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। বিগত ২০০৮ সালের (১১ ডিসেম্বর) কিছু সম্পত্তি নিয়ে তাদের মধ্যে সমঝোতা হয়। আবার কিছু সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান। বিরোধপূর্ণ সম্পত্তি নিয়ে উচ্চ আদালতে স্থগিতাদেশ রয়েছে। এই আদেশ অমান্য করে আনিস মেম্বার ওই সম্পত্তি ভোগ দখলের চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় তিনি ওই সম্প্রতিতে ধান চাষ করার জন্য সিদ্দিক নামে একজনকে বর্গা প্রদান করেন।
অভিযোগকারী ইয়াসিন বিষয়টির অবগত হবার পর তিনি সিদ্দিকের সাথে যোগাযোগ করলে, সিদ্দিক তাকে ধানের অর্ধেক ভাগ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করে। গত কয়েকদিন ধরে আনিছ মেম্বার জোরপূর্বক ওই ধান কেটে নেওয়ার পায়তারা শুরু করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনিছ মেম্বার জানান, আদালত থেকে তারা দুইবার এই সম্পত্তি নিয়ে রায় পেয়েছেন। তিনি বলেন, উচ্চ আদালতের কোন স্থগিত আদেশ নেই।
এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার সাব ইন্সপেক্টর রিপন জানান, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে তিনি গিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে তিনি জানান।