পটুয়াখালীতে বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আসাদুল্লাহ হাসান মুসা প্রকাশিত: ২৮ জুলাই , ২০২৪ ১৮:১৫ আপডেট: ২৮ জুলাই , ২০২৪ ১৮:১৫ পিএম
পটুয়াখালীতে বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
গত ২৬জুলাই শুক্রবার সদর উপজেলার সেহাকাঠি এলাকায় প্রকাশ্য দিবালোকে স্থানীয় মোঃ নান্নু গাজী ও বাবুল গাজীর বিরুদ্ধে হামলার এ অভিযোগ ওঠে। এ ব্যপাওে সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হলেও এখন অবদি কোন প্রতিকার পায়নি বলে জানান মুক্তিযোদ্ধা আবদুল মন্নান গাজীর স্ত্রী মোসাম্মদ সোনাবান বেগম।

পটুয়াখালীতে বীরমুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে।

গত ২৬জুলাই শুক্রবার সদর উপজেলার সেহাকাঠি এলাকায় প্রকাশ্য দিবালোকে স্থানীয় মোঃ নান্নু গাজী ও বাবুল গাজীর বিরুদ্ধে হামলার এ অভিযোগ ওঠে। এ ব্যপাওে সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হলেও এখন অবদি কোন প্রতিকার পায়নি বলে জানান মুক্তিযোদ্ধা আবদুল মন্নান গাজীর স্ত্রী মোসাম্মদ সোনাবান বেগম।

রবিবার বেলা ১১টার সময় পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনাবান বেগম জানান, গত ২৬ জুলাই শুক্রবার তার স্বামীর জমিতে সীমানা নির্ধারনসহ নতুন ঘর নির্মান করতে গেলে তার সন্তানদের উপর হামলা চালায় একই এলাকার মোঃ নান্নু গাজী ও বাবুল গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী। এ সময় খোকন, ফারুক ও রেখাসহ অন্তত সাতজন কমবেশি আহত হয়।

পরবর্তিতে খবর পেয়ে পটুয়াখালী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী এবং বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যপারে ওই দিনই পটুয়াখালী সদর থানায় একটি সাধারন ডায়োরি করা হয়।

লিখিত বক্তব্যে সোনাবান বেগম আরও জানান, সন্ত্রাসীরা বিভিন্ন সময় মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করে আসছে। এ থেকে মুক্তি পাবার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছেন।সংবাদ সম্মেলনে সোনাবান বেগমের পরিবারের সদস্য ছাড়াও সদর উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী এবং বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।এ বিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo